পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やか○● যশোহর-খুলমার ইতিহাস নাজিরপুর, হাবেলী ও চিরুলিয়। ইহার মধ্যে চিরুলিয়া ব্যতীত আর ১৩টি পরগণা প্রতাপাদিতের অধিকারে আসিয়াছিল। উহার মধ্য হইতে তিনি বনগ্রাম পরগণা স্বীয় প্রিয়তম ভাগিনেয় লক্ষ্মণ ঘোষকে প্রদান করেন * এবং হাৰেলী পরগণা বসন্ত রায়ের ভগিনী ভবানীদেবীকে প্রদত্ত হয়। তদবধি ভবানী ও র্তাহার স্বামী পরমানন্দ রায় এই পরগণায় অর্থাৎ বর্তমান বাগেরহাটে বাস করেন। । কিছুদিন পরে যখন স্বাধীনতা ঘোষণার সময়ে প্রতাপাদিত্য “কল্পতরু যজ্ঞ” ক্লরেন, ভখন জানকীবল্লভ সরকার নামক জনৈক বৈদ্যবংশীয় কৰ্ম্মচারী বিশেষ দক্ষতা ও মুশৃঙ্খলার সহিত কতকগুলি গুরুতর কার্য্য সুসম্পন্ন করেন বলিয়া প্রতাপের নিকট হইভে পুরস্কার স্বরূপ স্বলতানপুর খড়রিয়াও বেলফুলিয়া পরগণার জমিদারী সনন্দ পাইয়া ছিলেন। } পশ্চিমদিকে ভাগীরথী নদীই প্রতাপাদিত্যের বিস্তীর্ণ রাজ্যের নির্দিষ্ট সীমা ছিল, তবে দক্ষিণাংশে তিনি হিজলী জয় করিয়া লওয়ায় সমুদ্রের নিকট দিয়া র্তাহার রাজা উড়িষ্যা পর্য্যন্ত বিস্তৃত হইয়াছিল। বৰ্ত্তমান কলিকাতার অপরপারস্থ সালথিয়া প্রভৃতি দুই একটি স্থান র্তাহার ভাগীরথী-বাণিজ্যের শুল্ক আদায়ের কেন্দ্র হইয়াছিল। বসন্তরায়ের হত্যার পর যশোর রাজ্যের পশ্চিমভাগে তিনি দোর্দণ্ড প্রতাপে শাসনদণ্ড পরিচালনা করিতেছিলেন। ত্ৰিবেণী পৰ্য্যন্ত যমুনা নদীর দক্ষিণস্থ বর্তমান ২৪ পরগণা জেলার সমস্ত অংশ তাহার করতলগত ছিল। তিনি হালিসহর, কঁাচড়াপাড়া, জগন্ধল প্রভৃতি স্থান হুগলীর মোগল ফৌজদারের কবল হইতে সৰলে দখল করিয়া লইয়াছিলেন। জগদলে তাহার যে দুর্গ ছিল, উহার বিবরণ পূৰ্ব্বে দিয়াছি ( ১৯৪ পৃ: ) । কথিত আছে, যমুনার উত্তরে বর্তমান নীয়া জেলার কতকস্থানও প্রতাপাদিত্যের অধীনতা স্বীকার করিয়াছিল। এই সময়ে কুশদ্বীপ ৰ কুশদহ পরগণা পাণ্ডিত্যু-গৌরবে নবদ্বীপের সহিত সমকক্ষত • ইনি প্রতাপের ভগিনীপতি গোবিন্স ঘোষ লম্বরের পুত্র। ১৯২খৃঃ স্ৰষ্টব্য।

  • গাম্ভ বম্বৰণীয় পরমানৰ বসন্তু রায়ের ভগিনী ভবানী দেবীকে বিবাহ করেন ও পরে গ্রতাপ কর্তৃক জর্জিত হাৰেলী পরগণার জমিদারী যৌতুক পাইয়া ৰাগেরহাটের নিকটবর্তী DDBBB DDD DB BDD DDD DDD DDB SDDS BBB DDS BBBBB DD शtथाङ्क्ले ब्लtछक्षामोच्न निक्लु शब्रुश्वमन्त्रका5प्लुङ दोम कब्रिाख्न । - -

ঃ সাহিত্য-পরিবৎ পত্রিকা, ১৩২৩, ২৩-পৃঃ ।