পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ मूक ও পতন Sbo) আরও কিছুদুৰ ছুটলেন, কিন্তু সঙ্গে তাহার কোশ নাই, কোনই ফল হইল না। যশোহরের নীে-বলের মধ্যে ৪২ খানি নৌকামাত্র পলাইয় গেল, অপর সবগুলি (তোপসহ) ধরা পড়িল। উদরে পরাজয় দেৰিয়া জমাল খাঁ হাতীগুলি সঙ্গে লইয়। দুর্গ হইতে পলাইয়া গেলেন। মীর্জ সহন পরিখা পার হইয়া দুর্গে ঢুকিয়া বিজয়ের ভেৰী বাজাইলেন। মুঘলগণ সেই খানেই রাত কাটাইল।” পরদিন সেখান হইতে কুচ করিয়া ইনমেং খা (কয়েকদিন মধ্যে ) + বুড়ন দুর্গে পৌছিলেন। বর্তমান হাসনাবাদের দক্ষিণে যেখানে বুড়নহাট ( রেণেলের পুরাতন ১নং ম্যাপে Burronhutty ) aforw wia wrts, èsię বুড়ন দুর্গ। এখন সেখানে কোন দুর্গ চিহ্ন নাই এবং স্বন্দরবন প্রদেশে মৃগয় হুর্গের চিহ্ন বেশী দিন থাকে না। বিশেষত: এই স্থানে নীলকর দিগের একটি কুঠি স্থাপিত হইয়াছিল বলিয়া পুরাতন সকল নিদর্শন বিলুপ্ত হইয়াছে। যুদ্ধের পর মীর্জা সহন অনুস্থ হইয় রণতরীতে শায়িত ছিলেন। তাহার স্থলসৈন্তগণ কুচ করিয়া পূৰ্ব্বেই বুড়নে পৌছিয়াছিল। তাহার পৌছিবার পূৰ্ব্বে ঐ সকল সৈন্তেরা “বুড়নে গিয়া পার্শ্ববর্তী গ্রামগুলি আক্রমণ করিয়া সেখান হইতে চারি হাজার কৃষক-স্ত্রী ধরিয়া আনিয়া তাহাদিগকে বিবঙ্গ করিল।” তাহদের উপর আরও কি পাশবিক অত্যাচার করিয়াছিল, তাছা স্পষ্টতঃ বর্ণিত না হইলেও অনুমেয়। মোগল সৈন্তের গতিপথের দুইধারে এইরূপ অত্যাচারে সকল লোকে একেবারে উৎসৱ হইয়া যাইত। এই ঘৃণিত অত্যাচার হইতে দেশের নিরীহ প্রজাকে রক্ষা করিবার জন্ত প্রতাপাদিত্য প্রাণপণ চেষ্টা করিয়াছিলেন। আশ্চর্য্যের বিষয়, শুধু যে সাধারণ সৈনিকের সেনাপতির অজ্ঞাতসারে এইরূপ কাৰ্য্য করিত, তাহা নহে ; অনেক সময়ে সেনাপতিরাও অংশভাগী হইতেন। ইনায়েৎ খুঁ। বাগোয়ান পেছিবার সময়ে একদল সৈন্ত পাঠাইয়া বাধাগ্রাম ಹ್ರ করাইয়াছিলেন। “বিজয়ী মোগল সেনাপতি এইস্থান হইতে কতকগুলি মুন্দরী স্ত্রীলোক ধরিয়া আনিয়া বাদীতে পরিণত করিল।” যশোহরেও মোগলের এমন অত্যাচারের কথা আমাদিগকে পুনরায় বর্ণনা করিতে হইবে। যাহা হউক, এবার মীর্জা সহন বুড়নে পৌছিয়া যখন ব্যাপারটা জানিতে পারিলেন, তখন “হতভাগিনীষিগকে সেনানিবাস হইতে খুজিয়া বাহির করিয়া মুক্তি দিলেন এবং যথাসাধ্য অর্থ ও বস্ত্রের সাহায্য করিয়া নিজ নিজ গ্রামে পাঠাইয়া দিলেন।” এ ব্যবস্থা শুধু শাসন-নীতির সমর্থক নহে, ইহা মাজার মংরেও পরিচায়ক ।

  • इष्म इर्ण ° उाझब्र थरइन गषप्क ***~***1आहेग । नशब्रिजाप्नद्र इत्रनिश्लि *षिड बरे झूर्णब बांध बूझन ७ दूरन करुब्रहे नफ़ दाब्र ।