পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহরুখুলনার ইতিহাস বিজয়রাম ভজ্ঞ চৌধুরী, মলতা—বিজয়রাম মহাবীর এবং প্রতাপাদিত্যের একজন প্রধান সেনাপতি ছিলেন বলিয়া ভঞ্জবংশ এ অঞ্চলে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছে। কিন্তু বাস্তবিক পক্ষে এ অতি পুরাতন বংশ। এরূপও কথিত আছে যে, ভঞ্জদিগের আদি স্থান রাজপুতনায়, তথা হইতে র্তাহার উড়িষ্যার ও পরে ময়ূরভঞ্জে রাজার মত বাস করেন। সেখান হইতে কে কখন বঙ্গদেশে আসেন, তাহ জানা যায় নাই, তবে মুসলমান বিজয়ের প্রায় শতবর্ষ পরে কুবের ভয় দক্ষিণ বঙ্গে হাতিয়াগড়ের অন্তর্গত বহুড়, গ্রামে বাস করেন, এরূপ জানা যায়। কুবেরের পুত্ৰ কাকুৎস্থ, তৎপুত্র হরিহর, তৎপুত্রদ্বয় মকরন ও বিদ্যাধর । মকরনের কোন অধস্তন বংশধর কলাধর ও মালাধর দুই ভ্রাতায় খণ্ডুরিয়া, মুলতানপুর প্রভৃতি পরগণার জমিদারী পাইয়া প্রথমতঃ মেীভোগ গ্রামে ও পরে তাহাদের বংশধরগণ নলধায় বাস করেন। সে ইতিহাস পরগণার বিবরণী প্রসঙ্গে পরে দিব। বিদ্যাধরের প্রপৌত্র বা তাহার অধস্তন কোন বংশধর হাওড়া জেলার কাইতি-শ্রীরামপুর (সম্ভবতঃ এঁরামপুর কায়স্থপাড়া) হইতে উঠিয়া আসিয়া খাঞ্জে গ্রামের অপর পারে বর্তমান হাসনাবাদের সন্নিকটে ৰোলতলা নামক স্থানে বাস করেন। তদ্বংশীয় হরিহর ভঞ্জ বিশেষ প্রতিপত্তিশালী হইয়াছিলেন। হরিহরের পুত্র যাদবেঞ্জ বিক্রমাদিত্যের সময় রাজসরকারে প্রবেশ করেন এবং পরে প্রতাপাদিত্যের রাজত্বকালে তিনি র্তাহার কোষাধ্যক্ষ বা রাজস্ববিভাগীয় দ্বিতীয় মন্ত্রীর পদে সমাসীন হন। তখন তিনি বোলতলা ত্যাগ করিয়া ইছামতীর পূর্মপারে বর্তমান কালীগঞ্জের চারি মাইল উত্তরে নলতা গ্রামে বসতি করেন। যাদবেঞ্জ এই স্থানে আসিয়া দ্বাধিক খনন ও প্রাচীর বেষ্ট্ৰিত আবাস-বাটিকা নিৰ্ম্মাণ করেন। এখন অসংখ্য পুরাতন ভগ্ন অট্টালিকা ও সিংহদ্বারের তোরণপ্রাচীর তাহার সাক্ষ্য দিতেছে। যাদবেন্দ্র কৃষ্ণভক্ত ও ধাৰ্ম্মিক ছিলেন ; তিনি ঐশ্ৰীকৃষ্ণদেব রায় বিগ্রহের জন্য নিজ বাটতে যে সুন্দর মন্দির নিৰ্ম্মাণ করেন, উহার পোতা পৰ্যন্ত মৃত্তিক নিয়ে বসিয়া গেলেও মন্দিরটি দুইবার বজ্ৰাঘাত সহ করিয়া এখনও দণ্ডায়মান আছে এবং তন্মধ্যে শ্ৰীষিগ্রন্থের নিত্য পূজা হইতেছে। ঐ পূজা নিৰ্ব্বাহের জন্ত ৩••/ তিন শক্ত বিঘা নিষ্কর দেবোত্তব আছে ; বৈশাখ, কাৰ্ত্তিক ও মাঘ মাসে নিত্য কীৰ্ত্তন হয়। সে সম্পত্তির আদায়ের ব্যবস্থাদি পুৰোহিতগণই করেন। yস্কৃষ্ণদেব রায়ের মন্দিরটি দোতাল ;