পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট $శి: “প্ৰতাপ আদিত্য রাজা বঙ্গ-অধিপতি। পূৰ্ব্ব খণ্ডে ছিলেন তার রঘু সেনাপতি । মানসিংহ হস্তে যদা প্রতাপ পড়িল । মহাযুদ্ধে রঘুবীর প্রাণ বিসর্জিল। বিষয় বিভব মঠ পর হস্তগত । দেবালয় মসজিদে হৈল পরিণত ॥” * রঘুবীরের মৃত্যুর পর তাহাব জমিদারী পর্যন্ত বাজেয়াপ্ত করা মানসিংহের সময়ে হয় নাই—সম্ভবতঃ ঐ কাৰ্য্য ইসলাম গার সেনানী ইনায়েৎ খার আদেশে সাধিত হয়। তখন রঘুর পুত্র “রাজ্যহীন রায়” রামনারায়ণ শৈলকূপা পৱিত্যাগ করিয়া বাগৃঢ়লা গ্রামে (বর্তমান ফরিদপুর জেলার পাংশা থানার অন্তর্গত) গিল্প বাস করেন। তথা হইতে ক্রমে এই বংশ ( রঙ্গপুর ) কাকিনা, । পাবনা) ঘুড় কা, (নদীয়া ) বালিয়াপাড়া, ( যশোঙ্গর ) উদিঘড়ী বা উদাস প্রভৃতি নানা স্থানে বহুবিস্তৃত হঠয়া পড়িয়াছে। বালিয়াপাড়ার ধারায় রঘুবীর হইতে ৮ম পুরুষে কায়স্থকুল-গৌরব রায় বাহাদুর শ্ৰীযুক্ত বিশ্বম্ভর রায় জীবিত আছেন। ইনি স্বজাতির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করেন এবং জরাগ্রস্ত হইলেও নড়াইল হাটবাড়িয়ায় কায়স্থ সম্মেলনে সভাপতিত্ব করিয়াছিলেন। ইহার পৌত্র ধরিলে, বধু হইতে দশ পুরুষ হইয়াছে। রায়বাহাদুর এক্ষণে নদীয়া ডিষ্ট্রীষ্টবোর্ডের চেয়ারম্যান এবং কৃষ্ণনগরের স্বনামধন্ত গবৰ্ণমেণ্ট উকীল । সবাই ভালী ও সুন্দর মল্ল—সে এক যুগ ছিল, যখন শ্রেষ্ঠ ব্রাহ্মণগণও ঢালী বা মল্ল প্রভৃতি খেতাবে অস্ত্রশস্ত্রধারী হইয়া যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইতে শ্লাঘা বোধ করিতেন। সবাই এবং সুন্দর যে উভয়ে সহোদর এবং বলাটা বশীয় ১৭শ প্রসিদ্ধ কুলীন চতুভূজের পুত্র, তাহ আমরা পূৰ্ব্বে বলিয়াছি ( ২২৪ পৃ: ) । সবাই যশোহর জেলাব আলুতাপোলের বাড়যো বংশের আদি পুরুর ; তাহার একটি বংশধারাও আমরা পূৰ্ব্বে দিয়াছি (২৩৮ পৃ: )

  • ब्रांडवाशङ्कब्र क्रिडब्र ब्रांश कृङ “नांशब५५, कांडूब,° »०, १* १ः ।