পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলডাঙ্গ রাজবংশ g૭૧ নবাবের অনুগৃহীত ভৃত্যবর্গের মধ্যে বিভক্ত করিয়া দেওয়া হইল, তখন রামদেবের খবর হইল। সে খবরে তিনি না গেলে, সৈন্ত আসিল, বৈকুণ্ঠের ভয়ে রামদেব পলায়ন করিলেন, নবাবী ফৌজ রাজ্যমধ্যে যথেষ্ট অত্যাচার করিয়া ফিরিয়া গেল । তখন রামদেব নিজেই মুর্শিদাবাদে গিয়া হাজির হইলেন, এবং বৈকুণ্ঠের ভয়ে সমস্ত জমিদারী ইস্তাফা দিতে কুণ্ঠ বোধ করিলেন না। কৃষ্ণচন্দ্র দাস নামক বৈদ্য বংশীয় তাহার একজন সুযোগ্য আম-মোক্তার তাহার পক্ষসমর্থনের জন্ত মুর্শিদাবাদে থাকিতেন, রামদেব যখন ইস্তাফাপত্র লিখিয়া নবাবের হস্তে দেন, তখন তিনি উপস্থিত ছিলেন না ; পরে ব্যাপার গুনিয়া তাহার চক্ষু স্থির হইল, প্রভূ-রাজ্যের ধ্বংসবার্তা তিনি সহ করিতে পারিলেন না। তিনি ভাবিলেন, ইস্তাফ-পত্ৰখানি ধ্বংস করিতে পারিলে বুঝি রাজ্যোদ্ধার হইবে। কৃষ্ণচন্দ্র নবাবের নিকট উহা দেখিতে চাহিলে, যেমন র্তাহার হস্তে প্রদত্ত হইল, অমনি তিনি ইস্তাফ-পত্ৰথানি ভাজ করিয়া গালের মধ্যে পুরিয়া গিলিয়া ফেলিলেন। তখন তাহার শাস্তির হুকুম হইল। কথিত আছে, নবাবকৰ্ম্মচারিগণ র্তাহাকে অত্যন্ত প্রহার করিয়৷ মৃতকল্প অবস্থায় নদীতে ভাসাইয়া দিল এবং পরে রামদেব র্তাহাকে পাইয়া শুশ্ৰযা করিয়া বঁাচাইলেন। খবর গুনিয়া নবাবের দয়া হইল, তিনি রামদেবের সহিত মামুদ্রশাহী পরগণার নূতন বন্দোবস্ত করিলেন (১৭২২ ); স্থির হইল যে, রামদেব ক্রমে ক্রমে বাকী রাজস্ব পরিশোধ করিয়া দিবেন। • বিষ্ণুদাস হাজরা শ্ৰীমন্তদেব রায় বা rt. शै। ཨ་ཀེ་ཤ་ "| রাজা ಕಾ? দেবরায় झांछ] ཙཱན་གrrཅ། রাজা সুরনারায়ণ .* श्रीवागी शडिशग (वरारो बीनि ) sseशूः, र्भिरिाप्ता॥ शठिशण ५.• शृः,