পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলডাঙ্গ রাজবংশ 84లి ১৮৭• অব্দে অল্প বয়সে ত্রিবেণীতে গঙ্গালাভ করিলে, তাহার দ্বাদশ বৎসর বয়স্ক দত্তক পুত্র প্রমথভূষণ সম্পত্তির অধিকারী হন, কিন্তু জমিদারী পুনরায় কোর্ট-অবওয়ার্ডসে যায়। ১৮৭৯ অন্ধে রাজা প্রমথভূষণ দেবরায় প্রাপ্তবয়স্ক হইয়া সম্পত্তি হস্তে লন এবং তদবধি ৪০ বৎসবেরও অধিক কাল কৃতিত্বের সহিত উহার রক্ষণাবেক্ষণ করিয়া সৰ্ব্বত্র সুনাম অর্জন করিয়াছেন। গবর্ণমেণ্ট হইতে তিনি “রাজা বাহাদুর" উপাধি ও খেলাত পাইয়া (১৯১৩) সম্মানিত হইয়াছেন। প্রমথভূষণই যশোহর-খুলনার মধ্যে একমাত্র সনন্দধারী রাজা। রাজা শশিভূষণের সময় নলডাঙ্গার সম্পত্তি বৰ্দ্ধিত হয় ; তিনি সাচানি, কনোজপুর, প্রতাপপুর ও কুশবাড়িয়ার অদ্ধাংশ খরিদ করেন। তৎপুত্র ইন্দুভূষণের সময় খামরাইল তালুক অর্জিত হয়। রাজা প্রমথভূষণ নীলকুঠার অধ্যক্ষ সেলবী ( Mr. Sclby ) সাহেবের আমলের নচাট কুঠি ও সম্পত্তি খরিদ করেন - রাজা ইন্দুভূষণের নাবালক অবস্থায় তাহার পিতামহী রাণী তারামণি, দেবী রাজবাট নলডাঙ্গ হইতে জগন্নাথপুর গ্রামে স্থানান্তরিত করেন এবং তিনিই গুপ্লানাথ শিবের নামে জগন্নাথপুরের নাম গুঞ্জানগর রাখেন। রাজা ইন্দুভূষণের সময় বহু অট্টালিকা নিৰ্ম্মিত ও জলাশয় খনিত হয়। সিপাহী-বিদ্রোহের সমর তিনি ইংরাজ গবর্ণমেণ্টকে কতকগুলি হস্তী দিয়া সাহায্য করেন। রাজা ইন্দুভূষণ সঙ্গীতাদি কলা বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। তৎপুত্র রাজ্য প্রমণ ভূষণ সুবক্তা, কুতবিদ্য, শিল্পকুশল ও কৰ্ম্মদক্ষ নৃপতি । তিনি বহু দেশ ভ্রমণ করিয়াছেন, দেশের ও দশের কথা জানেন, দেশীয় শিল্পের সমাদর করেন এবং সৰ্ব্বদা নিজ বাটতে কল কারখানা লইয়াই ব্যস্ত থাকেন । তিনি একটি উচ্চ ইংরাজী স্কুল, চতুষ্পাঠী ও দাতব্য চিকিৎসালয়ের ব্যয় ভার বহন করেন ; তিনি পিতার নামে যশোহর স্কুলে “ইন্দুভূষণ” বৃত্তি এবং মাতার নামে দর্শন শাস্ত্রের फर्कांब छछ “भभूमडौ* दूडि भउिé कबिंब्रांरश्न। ॐiशब श्हे भांज भूयকুমার পন্নগভূষণ ও কুমার মৃগাঙ্কভূষণ, উভয়েই প্রাপ্তবয়স্ক এবং কৃতবিষ্ঠ ।

  • cनन्यो नtश्प्रब्र नगखि अछ माcश्य ८कणानित्र निक विजौठ शश्च । ब्राब <यमष फूदन »v*२, २० खून ठांब्रिt१ छद्ध म→द्धि E. A. Thurburn, william Lyon and John Thomas & co &# faw$ **ts »,••,• • • ëi&iw c«fn gwistaiu »fan कtब्रन ।

o و)