পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস شوه .6 অত্যন্ত গণ্ডগোল উপস্থিত হইল ; তখন গৰণমেণ্টের রাজস্ব বিভাগের আদেশমত সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার যশোহরের কালেক্টরের উপর অপিত হইল ; হুগলীর কালেক্টর সহকারীরূপে থাকিলেন। পূর্ববং মুড়ীতেই সদর কাছারী থাকিল, কিন্তু কিছুদিন মধ্যে সে কাছারী-বাৰ্টী দগ্ধ হওয়ায় কাগজপত্র বিনষ্ট হয় ; তখন যশোহরের কালেক্টর খ্ৰীযুক্ত টুকার সাহেব পুনরায় এই মহল জরিপ জমাবী করেন (১৮১৭-১৯) । ১৮২৩ অব্দে স্টেটের অধিকাংশ পত্তনী বন্দোবস্ত করিয়া দেওয়ায় বাধিক আয়ও যেমন বাড়িয়া গেল, সেলামী প্রভৃতি বাবৰ নগন্ধও ৫,৭•,• • • টাকা আনায় হইল। ১৮১০ অন্ধের আইন মত গবৰ্ণমেণ্ট সম্পত্তির কর্তৃত্ব হাতে লইলে মাতোয়ালীগণ প্রিভি কৌন্সিল পর্য্যন্ত মোকদ্দমা চালাইয় পরাজিত হন (১৮৩৫)। এ পর্য্যন্ত উইলের সর্বানুসারে সকল খরচ না হওয়াতে আরও প্রায় ৫ লক্ষ টাকা জমির গিয়াছিল। উভয় দফায় মোট ১১,৫৭,০০০ টাকা গবর্ণমেণ্টের হাতে সঞ্চিত হয়। ১৮৩৫ অবে যখন সার চালর্স মেটকাফ গবর্ণর জেনারাল হন, তখন এদেশে ইংরাজী শিক্ষার প্রবর্তনের প্রথম চেষ্ট হইতেছিল। তিনি স্থির করেন যে, মহসীনের সম্পত্তির উক্ত সঞ্চিত অর্থ উইলোক্ত কাৰ্য্যে ব্যস্থিত হইতে পারে না ; ইমামবারার সংস্কারাদি খরচ বাদে ঐ টাকার যাহা উদ্ভূক্ত থাকিবে,তাহাদিয়া তিনি "মহসীন শিক্ষা ভাণ্ডার” (Mohsin Education Endowment Fund ) sista ft RR RR Šși ștal Esfixi 25TH সাহায্যকল্পে হুগলীর একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। মহম্মদ মহসীন ধৰ্ম্মার্থ সম্পত্তি উংসর্গ করিয়া যান ; তিনি তাহার উইলে স্পষ্টতঃ শিক্ষার জষ্ট কিছু দিয়া যান নাই। মেটকাফ মনে করিলেন, উদ্ধৃত্ত অর্থদ্বার উচ্চ শিক্ষার ব্যবস্থা করিলে, फेश शांज्ञां उँहेल-जwोमनकांग्रैौज़ अङिमङ HUR (“a pious use within the Testator's intention”) oil coso Ross oftwa মাতোয়ালী স্থলে একজন হইল এবং তজ্জন্তও বার্ষিক ৫০০০ টাকা উক্ত ভাওরি ভুক্ত হইল। • পর বৎসর হুগলী কলেজ প্রতিষ্ঠিত হইল (১৮ ৬)। নূতন মাতোৱালী সৈয়দ কেরামত আলি খাঁর সময় (৮০৭-৭৫) সমস্ত কাৰ্য সুন্দরভাবে চলিতে থাকে। র্তাহারই তত্ত্বাবধানে ইলক্ষাধিক টাকা ৰায়ে

  • W. M. Clay's Note on the Mohsin Endowment and Syedpur Trust Estate, p. 8.