বিষয়বস্তুতে চলুন

পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস سین দায়ুদের প্রথম পরাজয়ের পর (১৫৭৫), মোগল পক্ষীয় ইতিম খাঁ প্রভৃতি কয়েকজনে সোনার গাও দখল করিতে আসেন। * তখন সন্দ্বীপ চাদ রায়ের হস্তচ্যুত হইয়া, ফতেহাবাদ সরকারের অন্তর্ভুক্ত হয়। ঈশা খাঁর সহিত বিবাদের জন্ত, কেদার রায় বহুদিন মধ্যে সেদিকে দৃষ্টিনিক্ষেপ করিতে পারেন নাই। এই সময়ে কার্ভালে প্রভৃতি পৰ্টুগীজগণ ঐ দ্বীপ অধিকার করিয়া কিছুকাল শাসন করিয়াছিলেন। কিন্তু অবশেষে উল্লাহ আরাকাণ রাজ্যের অধিকৃত হয় ( ১৬০২ )। তখন কার্ভালো কতকগুলি জীর্ণতরী লইয়া আশ্রয়ের জন্ত শ্রীপুর অভিমুখে যান। এই সময় মানসিংহ মুগু রায় নামক এক সেনাপতিকে শ্ৰীপুর অধিকার করিবার জন্ত প্রেরণ করেন। পথে নৌযুদ্ধকালে কার্ভালো কেদার রায়ের পক্ষে নেতৃত্ব করেন। সে যুদ্ধে মুণ্ড রায় পরাজিত ও নিহত হন। * তখন মানসিংহ স্বয়ং আসিয়া কেদার রায়কে পরাজিত করেন। কেদার রায় সপরিবারে সমুদ্রাভিমুখে প্রস্থান করেন। মানসিংহ তখন তাহার সহিত সন্ধি করিয়াছিলেন। কিন্তু কেদার সন্ধিমত কর না দিয়া পূৰ্ব্ববং স্বাধীন ভাবেই ছিলেন। তখন মানসিংহের আদেশক্রমে সেনাপতি কিলমকৃ আসিয়া বিপুলবাহিনী সহ শ্ৰীপুর আক্রমণ করেন। কিন্তু তিনিও যুদ্ধে পরাজিত ও নিহত হইলেন। এইবার মানসিংহ স্বয়ং আসিয়া ফতেজঙ্গপুরের বিখ্যাত যুদ্ধে কেদার রায়কে পরাজিত ও নিহত করেন এবং পূৰ্ব্ববঙ্গ অধিকার করিয়া লন। : ধৰ্ম্মনিষ্ঠ মান শ্ৰীপুর পরিত্যাগ করিবার সময় কেদার রায়ের শিলাময়ী দেবীকে লইয়া প্রস্থান করেন। & • Akbarnama, Beveridge, Vol. III. p. 119.

  1. Campos, Portuguese in Bengal, p. 71, Purcha's Pilgrims Part IV. p. 513. কার্ডালোই মূও রায়কে হত্যা করেন, ইহাই পটুগীজ ইতিহাসের মত। কার্ভালোর বিশেষ বিবরণ প্রতাপাদিত্য প্রসঙ্গে প্রদত্ত হইবে।

t Elliot, vol vi p. tu, wingst, staw ito ats, 2-4 : : "cwrtista" - g: lه ده S BBB BttBBBBB BBBBBBB BBB DDD DD DD S DD BBB Btt tDDDD DDD DD DD DBBBBBS B BB BBBB SBDDDS BB BBBB ब्राछषानौष्ठ भूजिङ इंश्tउtइन । ७ विषtद्रब्र गमाद् यांtगांकन श्रृंरब्र कब्र शहेtत । निषिध বাৰুৰ “প্রভাগাদিত" s৯৮-৫১৩ পৃঃ স্ৰষ্টব্য।