পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tN যশোহর-খুলনার ইতিহাস বাধ দিয়া কুমার নদের তীরে বরশাটে ( বীরসাত) ও পৌঁছেন। বরশাট নলডাঙ্গার রাজার মামুদশাহী পরগণার উত্তরাংশে কুমার ও বারাসিয়া নদীর সঙ্গম. স্থল অবস্থিত একটি প্রধান স্থান। এখান হইতে উত্তরবাহী কুমার হয় নাম ধারণ করিয়া মধুমতীতে পড়িয়াছে এবং বারাসিয়া দক্ষিণবাহিনী হইয়া মাগুরার নিকট নবগঙ্গায় মিশিয়াছে। এখন কুমারের প্রাচীন খাত শুষ্কপ্রায় হওয়ায় লোকে বারাসিয়াকেই কুমার বলে। বরশাট হইতে দয়ারাম কোন পথে আসেন, ঠিক জানা যায় না। বারাসিয়া দিয়া নব গঙ্গায় পড়িয়া বিনোদপুরের অপর পারে ছাউনী করিতে প্লারেন ; অথবা কুমার ও মধুমতী দিয়া ঘুরিয়া মহম্মদপুরের পূর্ব সীমায় পৌঁছিতে পারেন। শেষোক্ত পথে আসাই অধিকতর সম্ভবপর, কারণ সেই দিকেই ফৌজদারী সেনার সহিত মিলিত হওয়ার কথা। প্রবাদ আছে, মধুমতীতীরে গন্ধখালিতে যে সব ক্ষত্রিয় বাসিন্দা ছিল, তাহাদের নিকট হইতে দয়ারাম মহম্মদপুর দুর্গ সম্বন্ধীয় অনেক থবর সংগ্রহ করেন, কারণ উহাদের সহিত মহম্মদপুরবাসী বহু ক্ষত্ৰিয় সৈনিক বা ব্যবসায়ীর কুটুম্বিত ছিল। , গন্ধখালি ছাড়িয়া একটু দক্ষিণে মধুমতীর পূর্বকূলে দয়ারামপুর গ্রাম সম্ভবতঃ দয়ারামের ছাউনী করিয়া থাকিবার স্থান নির্দেশ করিতেছে। মহম্মদপুরের দুর্গাধ্যক্ষ ছিলেন সেনাপতি রামরূপ বা মেনাহাতী । তাহার ভীষণ মূৰ্ত্তি ও বীর বিক্রমের জন্য সব লোকে তাহাকে ভয় করিত ; র্তাহার নিম্মল চরিত্র ও বীরোচিত সদাশয়তার জন্ত সব লোক তাহার বাধ্য ছিল; তিনি আজীবন অকৃতদার, সংসারে অনাসক্ত, দেবদ্বিজ ভক্ত ও ধৰ্ম্মপ্রাণ–এজন্ত সকলে তাহাকে ভক্তি করিত। তিনি নিজেও যেমন সুনিপুণ যোদ্ধ, সৈন্তসামন্ত তেমনি তাহার একান্ত বাধ্য, এজন্ত কামান দ্বারা সুরক্ষিত দুর্গ তাহার নিকট হইতে দখল করিয়া লওয়া সহজ ব্যাপার নহে। সকল অবস্থা বুঝির দয়ারাম গুপ্তঘাতক দ্বারা

  • বরশাটের অনতিদূরে আমতৈল-নহাটীঃ বদুবাবুর জন্মস্থান। তিনি বলেন, বরাশাটের BB BB BD SDDBBS DDDD DD DD BB BBBS BBB BB BBBS BBBS BBBB नाभ रोौब्रगांउ श्ब्रांश्लि । कथांप्ले अगलस नररु । $षनe प्रब्रांब्रांरभग्न तृरrणब्र मश्ठि वज्ञैौलांtछेद्भ সম্বন্ধ আছে। সেখানে দ্বীযাপাতিয়ার একটি কাছারী আছে।
  • । षष्ट्रवादूव्र नैौडाब्रां५ •e१ १ः -