পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস براهن

  • লক্ষ্মীনারায়ণ রায় —— | | | | ধাক্কু রায় বা নবনারায়ণ জয়নারায়ণ বিজয়নারায়ণ

যদুনাথ | 1–1 মনসুখচন্দ্র নেহালচন্দ্র বা মুলুকচাদ | | কৃষ্ণকান্ত ( দত্তক ) | | | | চৈতন্যচরণ রমানাথ প্রাণনাথ T_T চৈতন্তচরণ গুরুদয়াল | |”। স্বৰ্য্যনাথ দেবনাথ রায় ( হরিহরনগর ) নাটোর রাজবংশ ও সীতারামের রাজ্য—শুধু সীতারামের রাজা নহে, বঙ্গের এমন বহু জমিদারী করায়ত্ত করিয়া নাটোর রাজ্যের উদ্ভব হয় ; আবার শতাব্দ মধ্যে সেই রাজ্যের পতনারম্ভ হইলে, উহা হইতে বঙ্গের বহু জমিদারীর স্বষ্টি হইয়াছে। সুতরাং সীতারামের রাজ্যের পরিণাম দেখিতে হইলেই আমাদিগকে সংক্ষেপে নাটোরের উত্থান পতনের আলোচনা করিতে হইবে। কাশ্বপ গোত্রীয় সুষেণমণি নামক একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ আদিশূরের সময়ে কান্তকুজ হইতে আসিয়া বরেন্দ্রভূমে বাস করেন। তদ্বংশীয় মতু নামক এক-ব্যক্তি মৈত্র উপাধি পান। নাটোর রাজবংশের আদি পুরুষ কামদেব উক্ত মতু মৈত্রের বংশধর। তিনি পুটিয়ার রাজা নৰনারায়ণ ঠাকুরের সময়ে র্তাহার অধীন লস্করপুর পরগণার বারুইহাটি মৌজার জনৈক তত্ত্বশীলদার ছিলেন। কামদেবের তিন পুত্ৰ :-রামজীবন, রঘুনন্দন ও বিষ্ণুরাম। উহার পুটিয়ার রাজধানীতে থাকিয় লেখাপড়া করিতেন। উহাদের মধ্যে মধ্যম রঘুনন্দন সৰ্ব্বাপেক্ষ মেধাবী ও অসাধারণ প্রতিভাসম্পন্ন। তিনি কিরূপে অল্প বয়সে