পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

બ્રષ્ટિ यणाश्द्र-धूलनांब्र हेउिशन কৰ্ম্মচারীর পরিচয় হয়। তিনি উহার সুন্দর মূৰ্ত্তি ও তীক্ষ প্রতিভা দেখিয়া মুগ্ধ হন ; তিনি পুষ্করিণী খননের ভার জানকীরয়ভের উপর দিয়া প্রস্থান করেন এবং পরে পুনরায় আসিয়া দেখেন কাৰ্য্যটি অতি সুচারুরূপে সম্পন্ন হইয়াছে। তখন তিনি জানকীবল্লভের উপর অত্যন্ত সন্তুষ্ট হইয় তাহাকে আশ্বাস দিয়া রাজধানীতে লইয়া যান ; তথায় তিনি প্রথমে জরিপ সেরেস্তার মুহুরী কাৰ্য্যে প্রবেশ করেন এবং ক্রমে কানুনগোপদে উন্নীত হইয়৷ ” মজুমদার ” হন। মাগযজ্ঞ ও মোগল-সংঘর্ষকালে নানান হইতে রসদ ও রঞ্জামাদি সংগ্রহ কর র্তাহার প্রধান কাৰ্য্য ছিল ; সেই কাৰ্য্য তিনি সুসম্পন্ন করিয়া মহারাজের সামুগ্রহ দৃষ্টি আকর্ষণ করেন। উহার ফলে তিনি মুলতানপুর-খড়রিয়ার জমিদারী লাভ করেন। শেষ যুদ্ধে জানকীবল্লভ যুদ্ধক্ষেত্রেও অবতীর্ণ হইয়াছিলেন। প্রতাপ ইসলাম খাঁর সহিত সন্ধি করিবার লুদ্ধ-আশ্বাসে ঢাকায় রওনা হইলে, যখন মোগলের রাজধানী লুঠ করিবার জন্য হল্লা করে, তখন অপর সেনানীগণের মত জানকীবল্লভও রাজপরিবারের মানরক্ষা করিবার জন্ত যুদ্ধ করেন ; যখন সকল চেষ্ট বিফল হইল, তখন তিনি প্রতাপের দেবালয়ে প্রবেশ করিয়া “ রাজরাজেশ্বর” ও “লক্ষ্মীনারায়ণ" নামক দুইটি চক্র লইয়া প্রস্থান করেন। ক্ষু এখনও শিলায় কাজুলিয়া ও মূলধরে নিত্য পূজিত হইতেছেন। সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি ( ৫৬২ পৃ: )। জানকীবল্লভের তিন পুত্র, রামভদ্র কবিকর্ণপুর, বলভদ্র কবিচন্ত্র, এবং রামকৃষ্ণ কবিকঙ্কণ । তন্মধ্যে রামভদ্র জ্যেষ্ঠোত্তর এক আনা ধরিয়া v• আন অংশীদার, অপর দুই ভ্রাতা প্রত্যেকে জমিদারীর Ly• আনা করিয়া পাইয়া ছিলেন। কিন্তু বলভদ্র বলপ্রয়োগে রামকৃষ্ণকে বিষয়-বঞ্চিত করেন। তখন রামকৃষ্ণ সেনহাটি গিয়া বাস করেন, বলভদ্র ॥v• অংশ দখল করেন । জ্যেষ্ঠের বংশধরগণ কতক নিজ পরগণার উত্তর-পূৰ্ব্বাংশে কাজুলিয়ায় বাস করেন, কতক মূলঘরে ছিলেন । বলভদ্রের তিন পুত্র হরিনাখ, রামরাম মজুমদার ও লক্ষ্মণ রায় তন্মধ্যে লক্ষ্মণ নিঃসন্তান। হরিনাথ বড় তেজশ্বী এবং উদ্ধত প্রকৃতির লোক ছিলেন। তিনি সকল ভ্রাতাকে বঞ্চিত করিয়া প্রবল জমিদার হন এবং নবাব

  • সাহিত্য পরিষৎ পত্রিকা, ১৩২৬ সাল, ২৩• পৃঃ ।