পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૧8 थंt*ांश्ब्र-धून्नांब्र इंउिंशंगै নিন্দনীয় হইতে হইত। অনেকে এই ভাবে নিন্দিত হইয় অন্যত্র বাস করিতে दांशा श्न। ५की मृहेाख हिउहि । श्रृंझर्ल नांबाबरमंत्र ¢कांन cोद्ध ৰংশীবদন রায় চৌধুরী ভূগিলহাটের সন্নিকটে পাইকপাড়া গ্রামে বংশজ বস্তুবংশে বিবাহ করিয়া বোধখান হইতে বিতাড়িত হন। তত্ত্বংশীয়েরা এখন উক্ত পাইকপাড়ায় আছেন। বংশধারা এই –১৯ বংশীবদন—গ্নামশঙ্কর—রামকিশোর – রামসুন্দর-নীলকমল-হৃদয়নাথ ও যোগেন্দ্রনাথ। ২৪ হৃদয়নাথের পুত্র অমুল্য, এবং যোগেন্দ্রনাথ ও তৎপুত্র প্রফুল্ল ও সুরেশ জীবিত । (খ) গঙ্গানন্দপুরের ধারা—রাজা কমলনারায়ণের তৃতীয় পুত্র কংসনারায়ণ শিশুকালে মাতৃহীন হইয়া বিমাতার স্নেহে প্রতিপালিত হন। কিন্তু বৈমাত্রেয় ভ্রাতারা তাহার প্রতি শত্ৰুতাচরণ করায়, তিনি পলায়ন করিয়া ঢাকার নবাব সরকারে উপস্থিত হন। তথায় উচ্চ কৰ্ম্মচারী ভেরচি-নিবাসী রঘুনন্দন মিত্র মহাশয়ের সুনজরে পতিত হন। তিনি কংসনারায়ণের সহিত র্তাহার কম্ভার বিবাহ দিয়া নবাব সরকারের প্রতিপত্তিবলে নিজে মধ্যবর্তী থাকিয়া বৈমাত্রেয় ভ্রাতাদিগের সহিত র্তাহার বিবাদ মিটাইয় দেন। তদনুসারে কংসনারায়ণ হলদহ পরগণা প্রাপ্ত হইয়া বোধখানার নিকটবর্তী ঝুমঝুমপুর গ্রামে বাসস্থান নির্ণয় করেন। সেই গ্রামেরই নাম পরে তিনি গঙ্গানন্দপুর রাখেন। রঘুনন্দনের চেষ্টায় নবাব দরবার হইতে কংসনারায়ণের রাজোপাধি বহাল থাকে। বোধখানা হইতে পৈতৃক কুলবিগ্রন্থ তামরায় ঠাকুরকে লইয়া গিয়া গঙ্গানন্দপুরে একটিশ্বন্দর জোড়বাঙ্গালায় প্রতিষ্ঠিত করেন। ইহা ভিন্ন vসিদ্ধেশ্বরী দেবীর মন্দির এবং শিবমন্দিরও পরবর্তী, সময়ে নিৰ্ম্মিত হইয়াছিল। সবগুলিরই ভগ্নাবশেষ এক্ষণে বর্তমান। প্রবাদ এই, vপ্তামরায় বিগ্রহটি প্রতাপাদিত্যের পতনের পর যশোহর রাজধানী হইতে সম্ভবতঃ কমলনারায়ণ কর্তৃক আনীত হন। এই গল্পের সভ্যতা নির্ণয়ের পন্থ নাই ; তবে খামরায় বিগ্রহ আছেন এবং এখনও গজাননীপুরে কোন প্রকারে নিত্য পূজিত হইতেছেন। কংসনারায়ণের দ্বিতীয় পুত্র রত্নেশ্বর গজানন্দপুর হইতে যশোহর নওয়াপাড়ায় বাস করেন। কংসের প্রপৌত্র আনন্দিরাম প্রথমতঃ মারগ্রামে এবং পরে তত্ত্বংশীয়ের চণ্ডীৰয়পুরে বাস করেন। চওঁৰরপুরের অমৃতলাল রায় দেশীয় লিখিৰায় কালীর আবিষ্কৰ্ত্ত বলির दिशांठ इन !