পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GbR যশোহর-খুলনার ইতিহাস বাৰু হরিশ্চন্ত্রের চারি পুত্র ঃ-জ্ঞানেক্সচঞ্জ, নলিনীকান্ত, প্রফুল্লচন্দ্র ও পূর্ণচন্দ্র। সকলেই জীবিত, তন্মধ্যে মধ্যম ও কনিষ্ঠ বাড়ীতে থাকেন ; জ্যেষ্ঠ জ্ঞানেজচন্ত্র আইন পরীক্ষা পাশ করিয়া বহু বৎসর যাবত ডায়মণ্ডহারবারে ওকালতী করিতেছেন। মধ্যম পুত্র “রায় সাহেব" নলিনীকান্ত রায় চৌধুরী ; র্তাহার বিশেষ পরিচয় আমরা পুস্তকের প্রথম খণ্ডে নানাপ্রসঙ্গে দিয়াছি (১০৬.৭ পৃ: )। স্বীয় পিতৃপুরুষের মত তিনি প্রজারঞ্জক ভূম্যধিকারী, তাছাতে আবার কৃতবিস্তু অভিজ্ঞ ডাক্তার ; এজন্ত সৰ্ব্বজাতীয় লোকে তাহাকে আপন জনের মত তালবাসে। তিনি একজন প্রসিদ্ধ শিকারী এবং সমগ্র সুন্দরবন তাহার নখদর্পণ-স্বরূপ। তিনি কি ভাবে আমার সঙ্গে সুন্দরবনের গহনপ্রদেশে ভ্রমণ করিয়া, পুরাতত্ত্বের আলোচনায় নূতন আলোকপাত করিয়া এই ইতিহাস সঙ্কলনের প্রধান সহায়ক হইয়াছিলেন, কি ভাবে আমি অপরিশোধ্য ঋণে র্তাহার নিকট সমাবদ্ধ, ভাষায় তাহ বর্ণনা করিতে পারি না । - মহামতি হরিশ্চন্ধের তৃতীয় পুত্র বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক স্তর প্রফুল্লচন্দ্র রায় (Sir Dr. P. C. Ray, Kt. C. I. E., D. SC, PH. D., F. C. S., &c.) এই পুস্তকের তৃতীয় অর্থাৎ পরিশিষ্ট খণ্ডে আমরা তাহার সংক্ষিপ্ত জীবন-চরিত লিখিব। যে সকল ভাগ্যবান ব্যক্তির জীবদ্দশায়ই তাছাদের জীবনী বাহির হয়, তিনি তাহার অন্ততম ; অনেকেই তাহার প্রধান প্রধান আবিষ্কার ও অবদানের কথা জানেন । তিনি জ্ঞানবিজ্ঞানে পণ্ডিতগ্রগণ্য আচার্য্য ; সংসারধৰ্ম্মে বিলাস-বিরহিত ঋষিকল্প চিরকুমার, দেশের ও দশের সেবায় একাগ্রক দানবীর ; তাহার পরিচয় আমি কি দিব ? যশোহর-খুলনায় এমন শিক্ষিত ব্যক্তি কেহ নাই, যিনি খুলনা জেলার এই কৃতী সন্তানের এবং দেশের এই একনিষ্ঠ সেবকের দানের কথা, ধ্যানের কথা, কৰ্ম্মের কথা ও মৰ্ম্মের কথা না গুনিয়াছেন। এই পুস্তকের জন্ত আমি তাহার নিকট ঋণী বলিলে ঠিক হয় না ; এই পুস্তকই তাহার, আমি উপলক্ষ্য মাত্র। অনেক স্থানে রাজার দানে পুস্তক প্রকাশিত হয়, কিন্তু রাজার প্রাণ তাহার মধ্যে থাকে না। বর্তমান ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তিনি আমাকে জাগাইয়া কাৰ্য্যব্রতী করিয়াছিলেন, তাহারই অযাচিত অনুকম্পায়, তাহারই প্রাণের মহিমায় গত দ্বাদশবর্ষকাল দেশের পুরাতত্বের আলোচনার কঠোর সাধনায় একাগ্রভাবে আত্মসমর্পণ করিয়া জীবনের বেলা সংক্ষেপ করিয়া আনিয়াছি। প্রফুল্লচন্দ্র নিজের অপার্থিব চরিত্রে, অসামান্ত প্রতিভায় এবং অপরিসীম ত্যাগ-মাহায্যে তাহার দেশ, তাহার স্বজাতি এবং তাছার প্রসিদ্ধ বংশকে সমুজ্জ্বল করিয়াছেন। -