পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেঙ্কেলের শাসন ΨδΣ মাহিদার কার্য্যে গরিব প্রজার পয়সার লোভ ছিল বটে, কিন্তু প্রাণের ভয়ে অনেকে গৃহ ছাড়িয়া জনশূন্ত লবণাক্ত দূর দেশে সহজে যাইতে চাহিত না। রায়মঙ্গল বড় ভীতিসমুল স্থান ছিল, প্রতিবৎসর তথায় গিয়া বহুলোক মারা যাইত। এখনও কাহাকেও শাস্তির ভয় দেখাইতে হইলে রায়মঙ্গলে যাওয়ার কথা বলে। লোকে সহজে মাহিনারী লইত না ; এমন কি, দাদন লইয়াও সময়মত কথামত কায করিত না । এজন্ত মোলঙ্গীরা লোক সংগ্রহ জন্ত জোর জুলুম করিত এবং সে সময়ে ইউয়ার্ট সাহেব নিজের সিপাহী দিয়া তাহাদিগকে সাহায্য করিতে বাধা হইতেন। প্রজার মোলঙ্গীর অত্যাচারের নালিশ করিলে, বা দাদন-প্রাপ্ত লোকের অন্ত কারণে আসামী হইলে, ছেঙ্কেল সাহেবের কার্যবিধির গোলযোগ উপস্থিত হইত এবং নিমকের সাহেবের সঙ্গে বিরোধ ঘটত। তাই তিনি প্রজার পক্ষভুক্ত হইয় নিমক মহলের কার্য্য প্রণালীর বিপক্ষে অবিরত অভিযোগ করিতেন এবং প্রজার ইচ্ছার বিরুদ্ধে দাদন দেওয়া যে অন্যায়, তাছ প্রতিপন্ন করিয়া দিতেন। অবশেষে তিনি উভয়দিক রক্ষা করিবার জন্য নিজেই নিমক মহলের তত্ত্বাবধানের ভার অতিরিক্ত ভাবে গ্রহণ করিতে চাহিলেন। তখন গভর্ণমেণ্ট তাহাতে রাজি হইয় ইউয়ার্টসাহেবকে খুলনা হইতে ৰাখরগঞ্জে সরাইয়৷ দিলেন। হেঙ্কেল ভার গ্রহণ করিয়াই প্রচার করিয়া দিলেন যে (১) কয়েকট মাত্র নির্দিষ্ট স্থানে মাহিদার লইবার জন্ত দাদন দেওয়া হইবে, (২) কাহাকেও ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়া দাদন দেওয়া হইবে না, এবং (৩) একবৎসরের দাদনের জন্য পর বৎসর দায়ী হইতে হইবে না । গবর্ণমেণ্ট হইতে উহার সঙ্গে আর একটি কথা সংযুক্ত করিয়া দেওয়া হইল যে, (৪) যদি দেখা যায়, প্রজার স্বেচ্ছায় লবণের কারবারে কার্য্য করিতে চাহে না, তাহা হইলে এই ব্যবসায় বন্ধ করা হইবে। অবশেষে মহামতি হেস্কেলের প্রস্তাব সমূহের ভিত্তিতে লর্ড কর্ণওয়ালিসের সময়ে এই বিষয়ক প্রজাস্বত্ব সম্বন্ধীয় নূতন আইন প্রণীত इझेब्रांछ्णि । • যশোহরের মধ্যে দুইটি মাত্র স্থানে কোম্পানির কাপড়ের কারখানা ছিল। দুইটি স্থানই এক্ষণে খুলনার অন্তর্গত সাতক্ষীরার মধ্যে পড়িয়াছে। একটি

  • Regulation 29 of 1793.