পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধশোহর ও খুলনার গঠন ও বিস্তৃতি ఆనt বাকের তীরে মাগুরা অবস্থিত। পূৰ্ব্বে এই নদীকুলবর্তী স্থানে মগ প্রভৃতি নানা জাতীয় দম্নাদিগের কিরূপ উপদ্রব ছিল, তাহ পূৰ্ব্বে বলিয়াছি (১৮৩,৫২৮৭ খৃঃ) ইংরাজ আমলে এই প্রদেশে সৰ্ব্বদা ডাকাইতি হইত। উছা দমন করিবার সুবিধার জন্য এই মহকুমা খোলা হয় । ককবার্ণ (Mr. Cockburn) সাহেব উহার প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট। ঝিনেদহ (Jhenidah ) বা ঝিনাইদহ নবগঙ্গার কুলে প্রতিষ্ঠিত। কিন্তু এখন সেখানে নবগঙ্গা একপ্রকায় মরিয়া গিয়াছে। সুতরাং যশোহর-বিনেদহ নুগুন লাইট-রেলওয়ে ভিন্ন যাতায়াতের অন্ত সুবিধা নাই । ওয়ারেণ হেষ্টিংসের সময় হইতে এখানে ভূষণার অধীন চৌকি ছিল। ১৭৮৬ অন্ধ পর্যন্ত মামুদশাহীৱ তহশীল কাছারী এখানে ছিল। শেরবার্ণ ( Mr. Sherburne) সাহেব শেষ কালেক্টর ছিলেন। ১৭৮৭ অন্ধে মামুদ্রশাহী যশোহর কলেক্টর ভূক্ত হয়। এখনও মামুদশাহীর নয় আন অংশের নড়াইল-জমিদারদিগের কাছারী বর্তমান ঝিনেদহের পার্শ্ববর্তী চাকুলা নামক স্থানে রহিয়াছে। ১৭৯৩ অবে এখানে একটি পুলিশ ধান স্থাপিত হয়। নীল-বিদ্রোহের ফলে ১৮৬২ অব্দে এখানে মহকুমা খুলিবার প্রয়োজন হয়। নড়াইলেও নীল-বিদ্রোহের সময়ে ১৮৬১ অব্দে মহকুমা হয়। প্রথমতঃ ফরিদপুরের অন্তর্গত গোপালগঞ্জে এই মহকুমার স্থান নিৰ্ব্বাচিত হয় ; পরে অতি অল্প সময় মধ্যে সেখান হইতে ক্রমান্বয়ে বারাসিয়া কুলে ভাটিয়াপাড়া, নবগঙ্গার কুলে লোহাগড়া ও নলদীর পরপারে কুমারগঞ্জে (চওঁীবরপুর ) এবং অবশেষে নড়াইলে মহকুমার সদর ষ্টেশন স্থাপিত হয়। " ১৮৬১ অব্দে সাতক্ষীরা মহকুমা গঠিত হয় এবং স্থই বৎসর পরে উহা চৰিবশ পরগণার অন্তৰ্ব্বত্তী হইয়া যায়। ১৮৬৩ অব্দে বাগেরহাটও একটি মহকুমা বলিয়া চিহ্নিত হয়, এতদিন উহা খুলনারই মধ্যে ছিল। মোরেল সাহেবদিগের অত্যাচার নিবারণ কল্পে এই ব্যবস্থার প্রয়োজন হইয়াছিল। সে কথা পরে বলিব। সৰ্ব্বপ্রথমে বাগ অর্থাৎ বাগানের মধ্যে হাট মিলিয়াছিল বলিয়াই ইহার নাম বাগেরহাট। বাঘ বা ব্যান্ত্রের সঙ্গে এ নামের কোন সম্বন্ধ নাই। ১৮৮১-২ অস্বে বঙ্গীয় গবর্ণমেণ্ট স্থির করিলেন যে, খুলনাকে কেজস্থান করিয়া স্বন্দরবনের জন্য একটি পৃথক্ জেলা গঠন করা প্রয়োজনীয়। এজন্য যশোরের