পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

త్ప్రg शt*ांझ्छ-कूलनांब्र हेउिशन

  • জগন্নামের জেষ্ঠ ভ্রাতা গঙ্গারাষ এৰং কনিষ্ঠ পুত্র রামনিধি উভয়েরই ৰংশ আছে। কিন্তু তাহারা জমিদারীর অংশীদার নহেন। এজন্ত আমরা এখানে শুধু কালীশঙ্করের ধারাই আলোচনা করিব, কারণ তিনিই বংশের মধ্যে সৰ্ব্বাপেক্ষ শক্তিশালী কুন্তী পুরুষ এবং তিনি জমিদারীর স্থাপয়িত।

কালীশঙ্কর পিতার সঙ্গে অতি অল্পবয়সে নাটোর রাজ সরকারে প্রবেশ করেন। সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি (৬১২ পৃঃ)। তখন রাণী ভবানী নাটোর রাজ্যের সর্বময়ী কত্রী। কালীশঙ্করের যেমন সুন্দর মূৰ্ত্তি, তেমনই সৰ্ব্বোতোমুখী প্রতিভা ছিল। সে সময় শিক্ষার সুব্যবস্থা না থাকায় তিনি পণ্ডিত হইতে পারেন নাই ; কিন্তু জমিদারীর কার্য চালাইতে যেটুকু বাঙ্গালী ও পারলী বিদ্যা লাগিত, কালীশঙ্করের তাহ ছিল । আর ছিল তাহার মস্তিষ্কের তীক্ষ্ণ বুদ্ধি, শরীরের অমিত বল আর মনের অসম সাহস । ছলে বলে কার্ধ্যোন্ধার করিতে তিনি মুনিপুণ ছিলেন ; তজ্জন্ত অবলম্বিত পন্থার স্থায়ান্তায় বিশেষ বিচার করিতেন না । * সেই সময়ের যুগ-ধৰ্ম্মই এই ছিল। মোগল ও ইংরাজু শাসনের সন্ধি-যুগে দেশে ছিল অরাজকতা ; দেশায় লোকে সহজে বৈদেশিককে আমল দিতে রাজি ছিল না ; মৃতরাং দেশীয়েরা যাহাকে স্বাধিকার বলিয়া জ্ঞান করিতেন, শাসকেরা তাহাই বে-আইন বলিয়া ঘোষণা করিতেন । . . . আমরা পূর্বে বলিয়াছি, হেস্কেল সাহেব যশোহরের প্রথম জজ-ম্যাজিষ্ট্রেট হইয়া.আসেন ; তাহার আমলে (১৭৮৪\ কালীশঙ্কর ও র্তাহার জ্যেষ্ঠভ্রাতা নৰকিশোরের নামে এক লুট-তরাজের মোকঙ্গামা উপস্থিত হয়। ব্যবসায়ের দেন পাওনা স্বত্রে বিরক্ত হইয় কালীশঙ্কর একখানি নৌকা লুটিয়া লন, অমনি ছেলে সাহেব তাহাকে ডাকাইত নামে অভিহিত করিয়া সরকারে রিপোর্ট করেন । কিন্তু তিনি জানিতেন না, যে এ বড় সাধারণ ডাকাইত নহে।

  • Kalisanker was a man of wonderful energy and ability in business— my regard for truth compels me to say it—he was perfectly nnscrupulous.” Westland, p. 157. See also Hunter's yesore 2 p. 217,

t “a dacoit and a natorious disturber of peace,” quoted from Henkell's letters by Westland on p. 60, with his own remarks. “Kalisankar appears to have been mnch more of a lathial saminder than a dacoit,” Ibid p. 61.