পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 যশোহর-খুলনায় ইতিহাস প্রমাণিত হয় ষে প্রতাপাদিত্য ১৬০৬ খৃষ্টাবে মানসিংহ কর্তৃক বন্দী হইয়া মৃত্যুমুখে পড়েন লাই। দ্বিতীয় গ্রন্থখানির দাম “বহারিস্তান"; ও ইসলাম ধার সময়ে প্রতাপাদিত্যের বিরুদ্ধে যে বিরাট মোগল বাহিনী প্রেরিত হয়, তাহার গতিবিধি ও কাৰ্য বিবরণী এই “বহারিস্তানে” আছে এবং তাহা হইতে উক্ত আবদুল লতীফের উক্তিই সমর্থিত হয়। ইহার গ্রন্থকারের স্বজন্তলিখিত ৭•• পৃষ্ঠার একমাত্র পুথি ফ্রান্সের রাজধানী প্যারিসের লাইব্রেরীতে রক্ষিত হইতেছে। অধ্যাপক সরকার মহাশয় বহুব্যয়ে উহার সমস্ত পত্রগুলি তথা হইত্তে ফটো করিয়া আমিয়াছেন, এবং অতি কষ্টে তাহার পাঠোদ্ধার করিয়া কতকাংশের সংক্ষিপ্ত তথ্য ১৩২৭, কাৰ্ত্তিক মাসের “প্রবালী” পত্রিকায় প্রকাশিত করিয়াছেন ; এ বিষয়ে পূৰ্ব্ব হইতে আমার সহিত আলোচনা হইয়াছিল এবং গ্রন্থোক্ত স্থানের পরিচার্থ আমি কতকগুলি টিপ্পনী ঐ প্রবন্ধে সংযোজিত করিয়া দিয়াছিলাম। গ্রন্থকার সম্বন্ধে বিশেষ বিবরণ স্থানান্তরে প্রদত্ত হইবে। তবে এখানে এই মাত্র বলিয়৷ রাখিতে চাই যে, প্রতাপের বিরুদ্ধে যে মোগল অভিযান গিয়াছিল, তিনি তাহার অন্যতম সৈন্তাধ্যক্ষ ছিলেন এবং স্বচক্ষে ঘটনাবলী দেথিয় নিজ বিবরণ লিখির লিখিয়া গিয়াছেন । স্থত্তরাং তাহার বিবরণ বিশ্বাসযোগ্য না হইয়া পারে না। এ গ্রন্থে কোন কোন বিবরণ পক্ষপাতদুষ্ট বা অতিরঞ্জিত হইতে পারে, কিন্তু তাহা হইলেও স্থূল ঘটনার কথা মিথ্যা হইতে পারে না। ইহা হইতে জানিতে পারি, প্রত্তাপাদিত্যের শেষ পত্তন ইসলাম খাঁর হস্তে হইয়াছিল, মানসিংহের হন্তে নহে। ] মানসিংহ তাহাকে বন্দী কবির লইয়া গিয়াছিলেন, এ প্রবাদের মূলও খুজি পাই ন, এবং ইহা সত্য বলিয়া ধরিতে পারি না। বিরুদ্ধ মতের সন্ধান না পাইলে হয়তঃ ইহারই উপর নির্ভর করিতে হইত ; কিন্তু সমসাময়িক দুইজন লেখকের লিখিত ও পরস্পর সমর্থিত বিবরণ উপেক্ষনীয় নহে। শতাধিক বর্ষ পূর্কে লিখিত রামরাম বসুর গ্রন্থেও ইসলাম খাঁ দ্বারা প্রতাপের শেষ পরাজয়ের কথা আছে এবং তাহাও পারসী গ্রন্থের অবলম্বনে লিখিত। আধুনিক ঘটককারিকার কাৰ্য-কথার বলে এ সকল প্রাচীন বিবরণী ত্যাগ করিতে পারি না। বিশেষতঃ প্রাচীন ঘটককারিকা হইতেও সত্যনির্ণয়ের সহায়তা পাওয়া যাইবে। বাহা হউক, এইরূপ

  • दशब्रिडान नारबद्र जर्ष वनप्सब्र ब्रोश ! यशब-बनडकॉण। cवंषि श्ड वेबप्रचब्र आकृठिक cनाछाद्र दू* श्रेइश् िअश्कॉब 4श्क्रण नायकंबन कब्रिfरश्नं। - -