ԵՀՀ যশোহর-খুলনার ইতিহাস অধিবাসী। দেবদিগের আরও দুইটি সমাজ আছে—কর্ণপুর ও চিত্রপুর। তন্মধ্যে কর্ণপুরের দেবগণ এক্ষণে ভাটিয়াপাড়ার বক্সী, দেয়াপাড়ার মজুমদার সুবলকাটি ও রুদাবরার হালদার এবং সাধুহাট, পাজিয়, আলুকা ও কছুীর সরকার বলিয়া খ্যাত। কোটাকোলের সরকারগণ চিত্রপুরের দেব। রুদাঘরার শ্ৰীযুক্ত বসন্তকুমার হালদার খুলনার প্রবীণ উকীল এবং হেমন্তকুমার মুন্সেফ ; হাইকোর্টের উকীল খ্ৰীযুক্ত ভূধর হালদার সুপরিচিত। দক্ষিণরাটীয় সমাজে অন্ততঃ চারিপ্রকার দত্ত পাওয়া যায় ; ভরদ্বাজ-গোত্রীয় বালীৱদত্ত, মেদুগলা-গোত্রীয় বটগ্রামের দত্ত, কাশুপ-গোত্রীয় বটগ্রামী দত্ত, এবং কীশ-গোত্রীয় বিঘটয়ার দত্ত । তন্মধ্যে বালী ও বটগ্রামের খ্যাতিই সৰ্ব্বাপেক্ষ অধিক। বালীর দত্তগণ নড়াইলের রায়, দত্ত ও সরকার উপাধিযুক্ত (৭১• ১ঞ্চ ) সাহসের দত্ত চৌধুরী, মৌভোগের রায় চৌধুরী, ভগবাননগরের রায়, সেনহাটির মুস্তোফি এবং সিদ্ধিপাশা, কছুদ্দী, মুক্তশ্বরী ও ধোপাদি প্রভৃতি স্থানের অধিবাসী। নড়াইলের শ্ৰীযুক্ত কৃষ্ণলাল দত্তের কথা পূৰ্ব্বে বলিয়াছি (৭১২খৃঃ)। বটগ্রামের মোগলা দত্তগণ রাঙ্গদিয়া, ত্রপুর, তাল, বনগ্রাম, ঢাকুরিয়া (মজুমদার), পাইকপাড়া, চাচড়ী, নন্দনপুর প্রভৃতি গ্রামে সগৌরবে বাস করিতেছেন। ঢাকুরিয়ার শ্ৰীযুক্ত হৃদয়নাথ মজুমদার সবজজ ছিলেন। কাশুপ দত্তগণ কালনা কামটানায় বাস করিতেছেন। বাঙ্গালার কবিকুলচূড়ামণি মাইকেল মধুসূদন দত্ত যশোহর সাগরদাড়ির কাগুপ দত্তবংশের নাম বিশ্ববিখ্যাত করিয়া গিয়াছেন । বিঘটয়ার দত্তবংশের প্রধান পুরুষ কালিদাস রায় বাঘুটিয়া, বিভাগদি ও জঙ্গলবাধালের ঘোষ বস্তু সমাজের প্রতিষ্ঠাতা ( ৪১৪পূ: ) ; তৰংশীয় বাবু কেশবলাল রায় চৌধুৰী যশোহরের সরকারী উকীল। বিঘটয়ার দত্তেরা বিভাগদি, সেখহাট ও পাতালিয়া গ্রামে বাস করিতেছেন । । রায়েন্ত্রকাটির রাজবংশের বিবরণে দ্বিগঙ্গার বাসুকি-গোত্রীয় সেন বংশের পরিচয় ও সন্ধান দিয়াছি। রাজবংশীয়গণ রায়েরকাটি, বনগ্রাম, মঘির ও লিডুখলিতে বাস কৰিতেছেন । ভাছাদের অম্ভশাখা যশোহরের অন্তর্গত সিরিজদিয়া, জাফর, চণ্ডীবরপুর ও গুটিয়া এবং খুলনার অন্তর্গত দামোদর, পলজদ, বারাকপুর ও চন্দনীমহলের অধিবাসী।
পাতা:যশোহর-খুল্নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৫২
অবয়ব