পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն8Հ যশোহর-খুলনার ইতিহাস মুসলমান নামে পৃথক্ হইয়া থাকেন। জাকৃতি ও বর্ণে, শিক্ষা ও সভ্যতা, সৌজন্য ও সদাচারে উহার এখনও বিশিষ্টত রক্ষা করিতেছেন। সাধারণ মুসলমান সমাজের সঙ্গে ইহানের বিবাহদি সম্বন্ধ হয় না। যশোহরের পশ্চিমাংশে মহেশপুর প্রভৃতি স্থানে, মধ্যভাগে সিঙ্গিয়ার নিকটবৰ্ত্তী গ্রাম সমূহে এবং দক্ষিণভাগে সাতক্ষীরা মহকুমায় ও পার্শ্ববৰ্ত্ত ২৪ পরগণার পূর্বাংশে ইহাদের তিনটি কেজ আছে। দক্ষিণডিহি-নিবাসী গুড়-চৌধুরী ব্রাহ্মণ বংশীয় কামদেব ও জয়দেব কিরূপে পৗরালি হন এবং ঐ সমাজ কিরূপে নানাস্থানে বিস্তৃত হইয় পড়ে, সে ইতিহাস প্রথম খণ্ডে ( ১ম সং, ৩০৫-১• পৃঃ) দিয়াছি। এখানে পুনরুল্লেখ নিম্প্রয়োজন। ব্রহ্ম হরিদাস ঠাকুর সোনাই নদীর কুলে যে হাকিমপুর গ্রামে কাজিদিগের গৃহে একদা প্রতিপালিত হন, উক্ত কামদেব ঠাকুরের অধস্তন বংশধর নসরউদ্দীন সেই গ্রামে বাস করেন। র্তাহার প্রপৌত্র হাজি মফিজউদ্দীনের নিৰ্ম্মিত একটি অতি স্বন্দর মসৃদ্ধি সেইস্থানে আছে ; হাজি সাহেবের পৌত্রের জীবিত আছেন, উহার দেখিতে যেমন স্থপুরুষ, বিষ্ঠা চর্চায় তেমনই সুশিক্ষিত এবং বাবলায়ে ধনসম্পত্তিশালী। এতদঞ্চলে পীরালি মুসলমানদিগের তিনটি সমাজের পরিচয় পাই :-খা-সমাজ, চৌধুরী-সমাজ এবং স্থতলিয়া সমাজ । হাকিমপুরের ধাগণ ধী-সমাজের অন্তর্গত ; হাকিমপুর, লবঙ্গ ও রসুলপুর লইয়া এই সমাজ। পলাশপোল, কুলিয়া শ্রীরামপুর, ( যশোহরের নিকট ) সিঙ্গিয়া, পাথরঘাট, গণপতিপুর ও নগরঘাট প্রভৃতি স্থান লইয়া চৌধুরী সমাজ গঠিত। কুলিয়া-নিবাসী খ্যাতনাম মৌলভী মকলুৰ, আহম্মদ খাঁ চৌধুরী (MA ) মহোদয় এই চৌধুরী-সমাজভূক্ত। পলাশপোল, স্ত্রীরামপুর ও পাথরঘাটা প্রভৃতি স্থানে স্থতলিয়া সমাজের লোকও দেখা যাৰ ।