পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ-জঙ্গলা ভাষা। ১১৯ আদা চাকি দিয়া কত ধূমাকল যায়, আড়পাউড়ী দিয়া তারা আ'ড়ে। শিবসায় ধায়। সেই যে কল মহাবল বুঝে কার সাধ্যি ডান হাতে তুলে দিলাম চালোবগির মধ্যি। বায় থাকলে টগিবগি দক্ষিণমুখে হ’লাম তিন বঁাক বায়ে গিয়ে নলকুনের খাল পালাম । বনেতে মা বনবিবি করেছে কি খেলা (দেখলে ) রোগ শোক দূরে যায় আর সংসারের জাল । বনের মধ্যে বনবিবির কতইরে ভাই খেলা দুই পার দিয়ে চেয়ে দেখি শুধু গোলের মেলা । ম। যদি করেন দয়। তবে ত আর আসিব চা’লে বগির কয়খান বাক সেইবার গ’ণে যাৰ । == o;