পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ 38 যশোহর-খুলনার ইতিহাস । বঙ্গ অতীব প্রাচীন স্থান। বেদাদি প্রাচীন গ্রন্থে বঙ্গের উল্লেখ আছে। * মহাভারত হইতে জানিতে পারি, মহারাজ বলি দীর্ঘতম নামক মহৰ্ষির ঔরসে স্বীয় পত্নী সুদেষ্ণার গর্ভে পঞ্চপুত্র লাভ করেন। উহাদের নাম অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ডু, ও সুহ্ম। ইহাদের নামে পাঁচটি বিখ্যাত দেশের নাম হয়। + দীর্ঘতম বেদোক্ত বিখ্যাত ঋষি। তৎপ্রণীত কতকগুলি হুক্ত আছে। সুতরাং দীর্ঘতমার ঔরসপুত্ৰগণ বৈদিক যুগে প্রাচুর্ভূত হইয়াছিলেন বলা যাইতে পারে। বলি রাজা উত্তর পশ্চিম প্রদেশে গঙ্গা ও সরযূ নদীর সঙ্গমে বিখ্যাত “বলিয়া” নগরে রাজত্ব করিতেন বলিয়া অনুমিত হইয়াছে। তথা হইতে বলির পুত্ৰগণ ৫টি রাজ্যস্থাপন করেন এবং স্বীয় স্বীয় নামে উহার নাম নির্দেশ করেন। $ এজন্ত বর্তমান বেহার প্রদেশের নামে অঙ্গ, উড়িষ্য অঞ্চল কলিঙ্গ, দক্ষিণ রাঢ় বা হুগলী অঞ্চল স্বন্ধ, মালদহ হইতে ময়মনসিংহ পর্যন্ত সমস্ত প্রদেশ পুণ্ড নামে কথিত হয়। আর ভাগীরথীর উভয় তীরবর্তী স্থান অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়, বৰ্দ্ধমান এবং সম্ভবতঃ রাজসাহী পাবনার কতকাংশ ও ঢাকা অঞ্চল লইয়৷ বঙ্গদেশ গঠিত ছিল। তখন বঙ্গের দক্ষিণে ও পূৰ্ব্বে সমুদ্র ছিল। গঙ্গার

  • ঐতরেয় আরণ্যক, ২১ ১ + দীর্ঘতম স্বদেঞ্চাদেবীকে বলিতেছেন –

“অঙ্গে বঙ্গঃ কলিঙ্গশ্চ পুণ্ডঃ মুহ্মশ্চ তে স্বতাঃ তেষাং দেশাঃ সমাখ্যাত স্বনামকথিত ভুবি।” মহাভারত, আদিপৰ্ব্ব, ১৯৪৫০ বিষ্ণুপুরাণ, মৎস্তপুরাণ, হরিবংশ এবং ভাগবতেও এই একই বৃত্তান্ত উল্লিখিত হইয়াছে। বাঙ্গালার পুরাবৃত্ত, ১১৬ পৃ; $ বঙ্গের জাতীয় ইতিগস, ব্রাহ্মণ খণ্ড, প্রথমাংশ, ৬৪ পৃ: উক্ত স্থলে খ্ৰীযুক্ত নগেন্দ্রমথ বহু মহাশয় অনুমান করিয়াছেন যে অঙ্গ, বঙ্গ প্রভৃতি স্থানগুলির নাম পূর্বে ছিল। পরে বলিপুত্ৰগণের মধ্যে যিনি যে দেশ অধিকার করিয়াছিলেন, দেশের পুৰ্ব্বতন মামানুসারে তাহাব সেই নাম হয়। এরূপ কল্পনা কfরবার বিশেষ প্রয়োজন আছে ৰলির মনে হয় না। বৈদক দীর্ঘতম ঋষির প্রসঙ্গ অপেক্ষাকৃত পরবর্তী পুরাণে থাকা, तिक्लिफ़ नtझ् । রত্নাক্ষরং সমারভ্য ব্ৰহ্মপুত্রাপ্তগং শিবে। सत्रएझt५| भग्न| taख्; गर्रनफिधझर्षक: । श्रेणिक्रम डङ्ग ।