পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খালিফাতাবাদ । wరిసి ইষ্টক বেদী ছিল। নমাজের সময় উহার একটি বেদীতে খাজাহান, এবং অন্ত দুইটিতে প্রধানমৌলবীগণদণ্ডায়মান হইতেন এবং অন্ত সময়ে বাজাহান ও তাহার উজীর উত্তরদিকের দুইটি ইষ্টক-বেদীতে সমাসীন হইয়। রাজকাৰ্যা নিৰ্ব্বাহ করিতেন । এই বিরাট অট্টালিকাকে ষাট্‌গুম্বজ বলে কেন, ইহা একটি বিবেচনার বিবর। এ বিষয়ে নানা মত আছে। গুম্বজ হিসাবে নাম হইলে, ইহাতে ৭৭টি গুম্বজ আছে বলিয়া সীতাত্তর গুম্বজ এইরূপ নাম হইত। এই সাতান্তর কথায় সংক্ষিপ্ত অপভ্রংশে সাত গুম্বজ হওয়া বিচিত্র নহে; আবার পূর্ব পশ্চিমে গুম্বজের সারি গণনা করিলে, সাতটি সারি আছে বলিয়া সাত গুম্বজ হইতেও পারে। দূরে রাস্ত হইতে দেখিলে মসজিদের উপরিভাগে গুম্বজ গুলি সাতটি বলিয়া বোধ হয়, তাছা হইতেও সাত গুম্বজ হইতে পারে। মসজিদটিকে সাধারণ লোকের ভাষায় “ৰাষ্ট্রগুটে" এবং ঘাটুগুম বা ষাট্ঘোমট বলে ; মসজিদের গুম্বজগুলি যাটটি স্তম্ভের উপর সংস্থাপিত। কিন্তু গুমন্টু বা ঘোমট শব্দে স্তম্ভ বুঝায় বলিয়া জানি না। সুতরাং স্তম্ভের হিসাবে যে নামকরণ হইয়াছে, এরূপ বোধ হয় না। কেহ বলেন ঘোমট শব্দে দরজা বুঝায় ; মদজিদটিতে ৬০টি দরজা আছে, এজষ্ঠ ইহাকে ষাটুঘোমট বলে। • ইনি চক্ষুদিয়া দেখিয়৷ বিবরণ লিখেন নাই, ইহা স্বনিশ্চিত, কারণ গৃহটির ষাটটি দরজা নাই। মসজিদ হইতে বাহিরে যাইবার পথগুলিকে দরজা ধরিলে ২৬টির অধিক দরজা নাই, আর খোলা খিলানের সক গুলিকেই যদি দরজা ধরা যায়, তাহা হইলে দরজার সংখ্যা ১৬২টি হয়। সুতরাং দরজার হিসাবে নাম হয় নাই। যাহা হউক, নামের উৎপত্তির প্রকৃত কারণ এখনও নির্ণীত হয় নাই। আমরা ইহাকে ষাট গুম্বজ বা সাতগুম্বজ এই উভয় নামে অনিৰ্ব্বিশেষে উল্লেখ করিয়াছি। যাটগুম্বজের পূর্বভাগে প্রকাও সদর তোরণ ছিল, উহার দুই পার্থে গৃহ ছিল। সম্ভবতঃ এখানেও বিষয়াদি কার্য হইত। এ সমস্ত গৃহগুলি ভাঙ্গিয়া পড়িয়ছে। ষাট গুম্বজেরও সে দিন আর নাই। এক সময়ে ইহার অবস্থা অতীব শোচনীয় হইয়াছিল; বিস্তৃত হর্ষ্য জঙ্গলে আবৃত হইয়াছিল, মিনারগুলি ও গুম্বজের অনেকগুলি ভাঙ্গিয়া পড়িয়ছিল ; খাজাহানের অন্তান্ত অনেক ا:? sa۹ ,(۹ډه د) fia, twits چاہafssifi *