পাতা:যাত্রিকের গতি.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানের সান্তুনাপ্রাপ্তি । سbسb সে এ রূপ কখন মনে করিত না। কিন্তু আপনার কর্ণ বদ্ধ করিতে হয়, ইহা তাহার মনে পড়িল না; এবং সেই ঈশ্বরনিন্দ কোথাহইতে জন্মে, ইহাও জানিতে পারিল না । - এইরূপ দুৰ্দ্দশাগ্রস্ত হইয়া একাকী অনেক দূর পর্য্যন্ত গমন করিলে পরে খ্ৰীষ্টায়ান অকস্মাৎ দূরে অগ্রগামী কোন লোকের এই রূপ রব শুনিতে পাইল, যথা, আমি যখন মৃতু্যচ্ছায়ারূপ উপত্যক দিয়া গমন করিব, তৎকালেও অমঙ্গলহইতে ভীত হইব না, কেননা ভূমি অামার সঙ্গে থাকিবা । . এই কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান অত্যন্ত অছিাদিত হইল। কেননা প্রথমতঃ, সে ঐ কথাদ্ধারা বুঝিল, যে এই স্থলীতেও ঈশ্বরভক্ত কোন ২ লোক অাছে। দ্বিতীয়তঃ, সে অনুমান করিল, তাহার এমন ঘোর অন্ধকারে ও বিষম দুৰ্দ্দশায় পড়িলেও ঈশ্বর তাহাদিগের সঙ্গে থাকেন। অতএব এই স্থানের বাধা প্রযুক্ত যদ্যপি আমি তাহাকে টের পাইতে না পারি, তথাচ বোধ হয় তিনি আমারও সঙ্গে থাকিবেন । তৃতীয়তঃ, তাহার এই ভরসা হইল, যে আর কিঞ্চিৎ অগ্রে গিয়া ঐ ধাৰ্ম্মিক লোকদের সঙ্গ ধরিলে আমার সাজ্বন জন্মিবে। এই রূপে খ্রীষ্টীয়ান ক্রমে ২ গমন করিয়া ঐ অগ্রগামি ব্যক্তিকে ডাকিতে লাগিল। কিন্তু সেও একাকী ছিল, অতএব ভয়েতে কি উত্তর দিবে, তাহা বুঝিতে পারিল না। কিঞ্চিৎ কাল পরে প্রভাত হইলে - খ্ৰীষ্টীয়ান কহিল, তিনি মৃত্যুচ্ছায়াকে প্রভাত করিয়াছেন। এই রূপে প্রভাত হইলে খ্ৰীষ্টীয়ান অন্ধকারে কোন ২ আপদের মধ্য দিয়া আসিয়াছিল, তাহ দিবসের অালোদ্বারা দেখিবার জন্যে ফিরিয়া চাহিতে লাগিল। তা