পাতা:যাত্রিকের গতি.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাচাঙ্গেয় সহিন্ত বিশ্বাসির কথোপকথন । У o “ তাহাতে - বাচাল কহিল, ই ভাই, সেই স্থানেই যাইতেছি ।

  • বিশ্বাসী কহিল, বড়ই মঙ্গল, তৰে অনুগ্রহ করিয়া অামাদেরই সঙ্গে গমন কর ।

তাহাতে * বাচাল কহিল, ভাই, তোমাদের সঙ্গী হইতে আমার বড় সন্তোষ ।

  • বিশ্বাসী কহিল, তৰে চলিয়া আইস, আমরা একত্র গমন করি, ও যাহাতে জাম্বলদের হিত জন্মে, এমন বিষয় ধরিয়া পরস্পর কথোপকখল করিতে ২ বাই ।

তাহাতে • বাচাল কহিল, দেখ ভাই, তোমার সহিত কিম্বা আর কাছারে সহিত বা হউক, হিতজনক কথোপকথন আমি বড় ভাল ৰাসি, এবং এরূপ সদালাপি লোকের সহিত যে সাক্ষাৎ হইয়াছে, ইহাতেও বড় সন্তুষ্ট হইলাম । কেননা অামি তোমাকে স্বথার্থ কহিতেছি, অসৎ বিষয়ের কথোপকথন করিয়া কালক্ষেপ করে, এমন অনেক লোক মিলে, আর সেই প্রকার অনর্থক আলাপ আমার অনেক দুঃখের কারণ হইয়াছে। কিন্তু যাত্রাতে হিতজনক কথাবার্তা কহিয়া কাল যাপন করে, এমন লোক অতি অম্প এবং দুর্লভ।

  • বিশ্বাসী কছিল, এরূপ লোক ৰে অতি অপ, ইহা বড় দুঃখের বিষয়, যেহেতুক স্বগের এবং ঈশ্বরের বিষয় অপেক্ষ এই সংস্নারেতে জিজ্ঞার প্রমৰোগ্য জার কোন विषङ्ग एषांश् ?

তাছাতে " বাচাল কছিল, তোমাতে আমার বড় প্রীতি জন্মে, কেমন তোমার বাক্য সকলি সংগ্রমাণ । এ ৰিবয়ে অামি আর এক কথা কহিতে পারি, ঈশ্বরবিষয়ক কথাবার্ভা অপেক্ষ অধিক সুখদ ও লাভজনক আর কি আছে ? অর্থাৎ চমৎকার বিষয়ে বাছার সন্তোষ জন্মে,