পাতা:যাত্রিকের গতি.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াহট্টের কলরব । * &o দিয়াছিল, এবং তিনি যদি নগর মধ্য দিয়া গমন কালে তাহাকে নমস্কারমাত্র করিতেন, তবে সে ব্যক্তি তাহাকে ঐ মেলার কর্তা করিয়া রাখিত। আর ঐ রাজগণের রাজা অতি সম্ভ্রান্ত লোক, ইহা জ্ঞাত হওয়াতে বালসিবুব এক টোলাহইতে অন্য টোলাতে লইয়া গিয়া অল্প ক্ষণের মধ্যে জগতের সমস্ত রাজ্য তাহাকে দেখাইল, এবং তিনি যাহাতে অল্প মূল্যে ঐ মায়িক দ্রব্যের কোন ২ দ্রব্য ক্রয় করেন, ইহার নিমিত্তে অশেষ চেষ্টা করিল। তথাপি ঐ সচ্চিদানন্দ ব্যক্তি তাহার দ্রব্য কিনিতে অসম্মত হওয়াতে এক কড়া কড়িও ব্যয় না করিয়া সেই নগর ত্যাগ করিলেন। ইহাতে দেখা যায়,ঐ মেলা অতি প্রাচীন ও বহুকাল স্থায়ী বৃহৎ মেলা । সে যাহা হউক, স্বৰ্গীয় রাজধানীতে যাইতে হইলে ঐ নগরের মধ্যদিয়া না গেলে নয়, এ প্রযুক্ত ঐ যাত্রিরাও তথায় গমন করিল, কিন্তু মেলাতে প্রবিষ্ট হইবামাত্র ঐ হটের ও নগরের সমস্ত লোক আসিয় তাহাদিগকে ঘেরিয়া কৌতুক দর্শনে মহাকলরব করিতে লাগিল। এই কলরবের তিন কারণ ছিল, প্রথমে, তাহারা হটে স্থিত অন্য সকল লোকের বস্তুহইতে ঐ দুই জনের বস্ত্র ভিন্ন অর্থাৎ অন্যরূপ দেখিয়া তাহাদের প্রতি তাকাইয়া রহিল। তাহাতে কেহ ২ তাহাদিগকে হাবল কহিতে লাগিল ; এবং কেহ ২ কহিল, উহারা পাগল ; এবং কেহ ২ কহিল, না, উহারা অসভ্য বিদেশি লোক । দ্বিতীয়তঃ, ঐ হটস্থ লোকেরা যেমন তাহাদিগের বস্ত্র দেখিয়া চমৎকৃত হইল, তেমনি তাহাদের কথা শুনিয়া তাহাতেও আশ্চর্য্য জ্ঞান করিল। ফলতঃ যাত্রিদের কিনান দেশীয় ভাষা প্রযুক্ত ঐ হট্টের অতি অম্প লোক তাহাদের কথা বুঝিতে পারিল, কেননা হট্টের সকল লোক