পাতা:যাত্রিকের গতি.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@心评” আশাবানের ধৈৰ্য । কারাকূপে নামিয়া দেখিল ৰে তাহারা ময়ে নাই। তাহারা তখনও জীবিত ছিল বটে, কিন্তু অন্নজলাভাবে এবং প্ৰহারের যন্ত্রণাতে বৃত্তপ্রায় হইয়াছিল, কেবল নিশ্বাস মাত্র বহিতেছিল । যাহা হউক, সে ষে তখনো তাছাদিগকে জীবিত. পাইল, ইহাতেই অতি রাগান্ধ হইয়া কহিতে লাগিল, তোয় যদি আমার মন্ত্রণ গ্রহণ না করিস্, তৰে তোদিগের এমন সুদশা ঘটাইব, ষে তদধ্ৰুপক্ষ তোদিগের জন্ম না হওয়া ভাল হইত। এ কথা শুনিয়া তাহারা ভয়েতে থর ২ করিয়া কাপিয়া এমনি হইল, ষে আমার মনে লয় - শ্ৰীষ্টীয়ান মূৰ্ছাপল্প হইল ; পরে কিঞ্চিৎ চৈতন্য পাইলে তাহারা ঐ ছুরস্তের মন্ত্রণ গ্রহণ করিবে কি না, তাহা অার বার পরামর্শ করিতে লাগিল ; তাছাতে - খ্ৰীষ্টীয়ান সেই পরামর্শ গ্রহণ করিবার ইচ্ছা প্রকাশ করিল, কিন্তু * অাশাবান দ্বিতীয় বার তাহাকে এই রূপ উত্তর দিল ।

  • আশাবান কহিল, ও হে ভাই, ইহার পূৰ্ব্বে তুমি ষে প্রকার বীরত্ব প্রকাশ করিয়াছিল, তাহা কি তোমার স্মরণ হয় না? যে আপঙ্গুয়োনের সহিত তুমি যুদ্ধ করিয়াছিল, এবং মৃতু্যচ্ছায়া স্থলীতে যে সকল ভূতদিগকে দর্শন ও স্পৰ্শন করিয়াছিল, তাহারা কেহ তোমাকে পরাজয় করিতে পারে নাই। এতদ্ভিন্ন ভূমি কতে দুঃখ কষ্ট ভয় ইত্যাদিছইতে উত্তীর্ণ হইয়াছ, তথাপি এখন কি নিত্যস্ত ভীরু হইয়াছ ? দেখ, তোম। অপেক্ষ অামাঞ্জৰল স্বভাবতঃ অলপ, তথাপি তোমার ন্যায় আমিও দুৰ্দ্দশাগ্রস্ত ও কারাবদ্ধ এবং ঐ দুরন্ত কর্তৃক ক্ষতবিক্ষত হইয়াছি ; সে অামারও অন্নজল বারণ করিয়াছে ; তোমায় ম্যায় আমিও আলোরহিত হইয়া রোদন করিতেছি। সে গুছি হউক, আইস আমরা আরো ধৈর্য্যাবলম্বন করি।