পাতা:যাত্রিকের গতি.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ዓ ህ. রমুণীয় পৰ্ব্বত । সীমা লঙ্ঘি যায় যারা তার অধিকারে । অশেষ যন্ত্রণ পায় তারা কারাগারে ॥ ১ ৩ অধ্যায় । অনস্তর * খ্ৰীষ্টীয়ান ও * অাশাবান উভয়ে সে স্থানহইতে গমন করিতে ২ * রমণীয় নামক পৰ্ব্বতে উপস্থিত হইল ; ঐ সকল পৰ্ব্বত পুৰ্ব্বোক্ত পৰ্ব্বত স্বামির অধিকার । পরে তাহারা বন ও উপবন ও দ্রাক্ষাক্ষেত্ৰাদি দেখিবার জন্যে ঐ * রমণীয় পৰ্ব্বতে আরোহণ করিয়া সে স্থানে স্নান ও জলপান এবং তৃপ্তি পুৰ্ব্বক দ্রাক্ষাক্ষেত্রের ফল ভোজন করিল। ঐ পৰ্ব্বতের শৃঙ্গেতে যে মেষপালকেরা পাল চরায়, তাহাদিগকে পথের পাশ্বে দণ্ডায়মান দেখিয়া যাত্রির। তাছাদের নিকটে গিয়৷ প্রান্ত যাত্রির ব্যবহারানুসারে যষ্টি অবলম্বন পুৰ্ব্বক দাড়াইয়া জিজ্ঞাসা করিতে লাগিল, এই সমস্ত * রমণীয় পৰ্ব্বত কাহার ? এবং এই সকল মেষপালই বা কাহার ? তাহাতে সেই মেষপালকেরা কহিল, এই পৰ্ব্বত শ্রেণী * ইন্মানুয়েলের দেশ, তাহার রাজধানী এস্থানহইতে দেখ। যায় । তাহারি এ সকল মেষপাল জানিব। তিনি এই সমস্ত মেষের নিমিত্তে আপন প্রাণ দিয়াছেন । তখন - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, স্বৰ্গীয় রাজধানীতে যাইবার কি এই পথ ? তাহাতে মেষপালকের কহিল, হাঁ, তোমরা স্বপথে অাছ ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, স্বৰ্গীয় রাজধানী এই স্থানহইতে কত দূর হইবে ?

মেষপালকের কছিল, সেই স্থান যাহাদের নিশ্চয়