পাতা:যাত্রিকের গতি.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদুবিশ্বাসের ইতিহাস । To bo অল্প প্রযুক্ত পথের শেষ পর্য্যন্ত কুলাইল না। আর অামি এ প্রকায় শুনিয়াছি যে তাছাকে পথে ২ ভিক্ষা মাঙ্গিয় খাইতে হইয়াছিল, এবং তাছা করিলেও অনেক দিন উপবাস করিয়া যাইতে হইয়াছিল, কারণ তাহার ঐ রত্ব বিক্রয়ে নিষেধ ছিল। অপর * আশাবান কহিল, রাজধানীতে প্রবেশিবার নিমিত্তে তাহার নিকটে যে প্রমাণপত্র ছিল, তাহা যে চোরেরা কাড়িয়া লয় নাই, ইহা অতি আশ্চর্য্য। তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, ঐ চোরের তাছার সন্ধান পায় নাই। তাহ ঐ ব্যক্তির নৈপুণ্যেতে নয়, ঈশ্বরের আশীৰ্ব্বাদে হইল, কেননা ঐ দসু্যরা অকস্মাৎ আসিয়া তাহার উপরে পড়িলে কোন দ্রব্য গোপন করা দূরে থাকুক, বরং অত্যন্ত ভয়েতে তাহার বুদ্ধিশক্তি একেবারে লোপ হইয়া গেল । পরে * অাশাবান কছিল, চোরের সেই লিপিরত্ব হরণ করিয়া লয় নাই, ইহা অবশ্য তাহার প্রতি সাত্বনার বিষয় ছিল ।

  • খ্ৰীষ্টীয়ান উত্তর করিল, সে যদি উপযুক্ত রূপে তাহ ব্যবহার করিত, তবে তাহা তাহার প্রতি সাত্তনার বিষয় হইত বটে ; কিন্তু আমার সাক্ষাতে যাহারা গণপ করিল, তাহার এই কহিল, পথিমধ্যে তাছার টাকা চুরী হওয়াতে সে এমনি বিস্ময়াপল্প হইয়াছিল, ষে অবশিষ্ট পথ পৰ্য্যন্ত ঐ পত্রের বিষয় প্রায় বিস্মৃত ছিল ; এবং কোন সময়ে তাহা মনে করিয়া কিঞ্চিৎ সাশ্বনা পাইলে দসুগণকর্তৃক অপছত টাকার চিন্তা পুনরায় উঠিয় তাহাকে হতবুদ্ধি করিত। o
  • আশাবান কহিল, হায় ২, এরূপ চুরী অবশ্য তাহার

দুঃখের বিষয় ছিল । В 2