পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&9● আশাবানের ইতিহাস । বিষয় জানিবা । তদ্ব্যতিরেকে মদ্যপান ও রঙ্গরস ও পরস্ত্রী গমন ও মিথ্যাবাক্য কহন, এবং নিরর্থক ঈশ্বরের নাম লইয়া দিব্য করণ, এবং বিশ্রামবার অমান্য করণ ইত্যাদি সৰ্ব্বনাশক যত ক্রিয়া আছে, সেই সকলেতে আমি রত ছিলাম। পরে “ বিশ্বাসী নামক যে প্রিয় ব্যক্তি নিজ বিশ্বাস ও সদাচরণ প্রযুক্ত. মায়াছটে প্রাণে দণ্ডিত হইল, তাহারি প্রমুখাৎ এবং তোমার প্রমুখাৎ পারমার্থিক বিষয় শ্রবণ করিয়া যখন তাহা অালোচনা করিতে লাগিলাম, তখন আমি বুঝিলাম, সে সকলের পরিণাম মৃত্যু, এবং ঐ প্রকার ক্রিয় প্রযুক্ত অনাজ্ঞাবহ লোকদের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে । তখন “ শ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, এই প্রকার চেতনা জন্মিবামাত্ৰ তুমি কি তখনি তাহাতে সম্মত হইয়াছিল ? তাছাতে * অাশাবান কহিল, না, পাপ নিতান্ত মন্দ, এবং তাহ। . করিলে নরকে যাইতে হয়, ইহা জানিতে অনিচ্ছুক ছিলাম, এই কারণ ঈশ্বরীয় বাক্যদ্বারা আমার মন যখন উদ্বিগ্ন হইতে লাগিল, তখন আমি বাক্যরূপ আলোহইতে চক্ষু মুদিতে চেষ্টা করিলাম ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, ঈশ্বরের পবিত্র আত্মা যখন প্রথমে তোমাকে চেতনা দিলেন, তখন ভূমি তাহার প্রতি এমত বিরুদ্ধ ভাব প্রকাশ করিয়াছিলা, ইহার কারণ কি ?

তাছাত্তে * অাশাবান কহিল, তাহার অনেক কারণ ছিল। প্রথমতঃ, ঈশ্বরহইতে সেই চেতনা জন্মিল, ইহা অামি জ্ঞাত ছিলাম না। পাপ বিষয়ে সচেতন হওয়া যে মনঃপরিবর্তনের আরম্ভক, তাছা আমি কিছুই জানিলাম না। দ্বিতীয়তঃ, সে সময়ে আমার শারীরিক ভাবে পাপ অতি মিষ্ট লাগিত, এই জন্যে অামি ভাহা ত্যাগ করিতে