পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

氯●冬 আশাবানের ইতিহাস । আশাবান কছিল, মা, বরং তাছা দূর করিতে চেষ্টা ৰরিলে মন আরও ভায়ী হইত। এবং পাপের প্রতি আর বার ফিরিয়া যাইব, এমন সঙ্কম্পমাত্র উৎপন্ন হইলে আমার দ্বিগুণ যন্ত্রণ হইভ ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, তবে কি করিয়াছিলা? * আশাবান কছিল; আমি মনে ইস্থা স্থির করিলাম, যে যাহাতে আমার অণচায় ব্যবহার ভাল হয় , এমত চেষ্টা করিতে হইৰে, নতুবা শেষে নরকে যাইব।

তাহাতে “ শ্রীষ্টীয়ান জিজ্ঞাসিল, তবে ভূমি কি আপন আচার ব্যবহার ভাল করিবার চেষ্টা করিয়াছিলা ?

  • আশাবান কছিল, হুঁ, তাহাতে যে কেৰল পুৰ্ব্ব পাপ ত্যাগ করিয়াছিলাম এমন নয়, বরং মন্দ সংসর্গ পরিত্যাগ করিয়া ধৰ্ম্মবিষয়ে মনোনিবেশ, বিশেষতঃ ধৰ্ম্মপুস্তক পাঠ ও প্রার্থনা ও পাপের নিমিত্তে বিলাপ এবং প্রতিবাসির সহিত সত্যালাপ, ইত্যাদি অনেক ২ বিষয়ে মনোযোগও করিতে লাগিলাম ।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞান্সিল, এই সকল করিয়া তুমি ষে মঙ্গলপ্রাপ্ত, এমন কি তোমার বোধ হইয়াছিল ?

তাহাতে “ জাশাবান কছিল, হুঁ, কিছু দিন পৰ্য্যন্ত এমন বোধ হইয়াছিল ; কিন্তু শেষে অামার এই সকল ধৰ্ম্মক্রিয়ারূপ সেতু ভাঙ্গিয়া ভয়রুপ তরঙ্গ পুনৰ্ব্বার মনোমধ্যে উপস্থিত হইল। , , , - শ্ৰীষ্টীয়ান কহিল, ইছা কেমন করিয়া হইল ? তুমি তো সে সময়ে ধৰ্ম্মাচারী হইয়াছিল। তাহাতে • আশাবান কছিল, সেই ভয় যে পুনৰ্ব্বার উপস্থিত্ত স্থাইল ভাস্থায় অনেক ২ কারণ ছিল, বিশেষতঃ ধৰ্ম্মপুস্তকের নানা বচন আমার জাস জন্মাইত, যথা, * আমাদের তাবৎ ধৰ্ম্মকৰ্ম্ম অশুচি ৰন্ত্রের ন্যায়,” এবং