পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাৰানের ইতিহাস । * о в বোধ হইল, কিন্তু * বিশ্বাসির সহিত আর ২ কথোপকথন ও পরিচয় হইলে পরে তাহা সত্য জ্ঞান করিতে হইল । - -

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, ভাল, সেই নিষ্পাপ ব্যক্তি কে? এবং তাহাদ্বারা বা কি প্রকারে পুণ্যবান হইব ? এ কথা কি * বিশ্বাসিকে জিজ্ঞাসা করিয়াছিল৷ ?
  • আশাবান কহিল, হুঁ, করিয়াছিলাম। তাহাতে সে কহিল, সৰ্ব্বোপরিস্থের দক্ষিণ পাশ্বে উপৰিষ্ট যে প্ৰভু যীশু তিনিই সেই ব্যক্তি, তাহারই দ্বারা পুণ্যবান হওয়া তোমার আবশ্যক; ফলতঃ তিনি পৃথিবীতে অবতীর্ণ হইয়া যে ২ কৰ্ম্ম করিয়াছিলেন, এবং ক্রুশে টাঙ্গান হওন সময়ে যে ২ দুঃখভোগ করিয়াছিলেন, তাহারই উপরে নির্ভর দিতে হয়। তাহাতে আমি জিজ্ঞাসা করিলাম, সেই ব্যক্তির পুণ্য ঈশ্বরের সাক্ষাতে যে অন্য ব্যক্তিকে পুণ্যবান করিতে পারে, এমন গুণ তাহাতে কি প্রকারে বৰ্ত্তে ? তাহাতে সে আমাকে কছিল, শুন, সেই ব্যক্তি সৰ্ব্বশক্তিমান ঈশ্বর ; এবং ঐ যে কৰ্ম্ম ও মৃত্যুভোগাদি তিনি করিলেন, তাহ। আপনার জন্যে নয়, কেবল আমাদেৱ নিমিত্তে করিলেন ; অতএব আমরা যদি তাহাতে বিশ্বাস করি, তবে তাহার কৃত ক্রিয়া, এবং সেই ক্রিয়ার পুণ্য আমাদেরই গণিত হইবে ।
  • খ্ৰীষ্টায়ান জিজ্ঞাসিল, তাছার পরে তুমি কি করিলা ?

• আশাবান কহিল, আমি বিশ্বাস করণ বিষয়ে নানা প্রকার আপত্তি করিতে লাগিলাম, কেননা সেই ব্যক্তি পাছে আমাকে উদ্ধার করিতে অসম্মত হন, আমার এমত সন্দেছ ছিল।

  • খ্রীষ্টীয়ান জিজ্ঞাসিল, তাহাতে “ বিশ্বাসী তোমাকে কি বলিল ?