পাতা:যাত্রিকের গতি.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃত্যনদী দিয়া গমন । *○る কখনো সেই পথ দিয়া যাইবার অনুমতি পায় নাই, এবং শেষতুরীবাদন পর্যন্ত কেহ পাইবেও না। এই কথা শুনিয়া যাত্রির, বিশেষতঃ * খীষ্টীয়ান, ঐ নদী পার হইতে নিতান্ত অনুপায় দেখিয়া ভগ্নাশ হইয়। এ দিগ ও দিগ্‌ চাহিতে লাগিল, এবং তাহার। ঐ দুই ব্যক্তিকে জিজ্ঞাসিল, কেমন, মহাশয় ? এই নদীর জল সৰ্ব্বস্তু সমান কি না? তাহাতে তাহারা কহিলেন,নী, এই স্থানের অধিপতিতে যাহার যেমন বিশ্বাস, সে তেমনি অল্প কি গভীর জল পায় ; ইহাতে আমরাও তোমাদের উপকার করিতে পারি না। এমত কথা শুনিয়া তাহারা নদী পার হুইবার জন্যে ঐ জলে প্রবেশ করিল, কিন্তু * খ্ৰীষ্টীয়ান ক্রমেই তলাইতে লাগিল, অতএব ভয় প্রযুক্ত কঁাদিতে ২ ° আশাবানকে কছিল, হে বন্ধো, আমি অতি গভীর জলেতে পড়িলাম, বড়-২ তরঙ্গ আমার মাথার উপর দিয়া যাইতেছে, অতএব আমি ডুবি। তাহাতে * অাশাবান কহিল, হে ভ্ৰাতঃ, সাহস কর, এই দেখ আমি তল পাইয়াছি, তাহা অতি উত্তম । তাহাতে * খ্ৰীষ্টীয়ান কহিল,হায় ২ ভাই হে,আমার প্রাণ যায়, মৃত্যুযন্ত্রণ আমাকে ঘেরিয়াছে, বুঝি ঐ দুগ্ধমধুপ্রবাহি দেশ দেখিতে পাইব না । এই কথা কহিতে ২ সে মহাঘোর অন্ধকার দেখিয়া ভয়েতে হতবুদ্ধি হইল, এবং পথিমধ্যে যে সকল তুষ্টিজনক দ্রব্যাদি দেখিয়া অভ্যাসিয়াছিল, সে সকল ভুলিয়া গেলিয়াই কথা কহিতে লাগিল। কিন্তু তাহার কথাদ্বারা অনুমান হইল, তাছার আশঙ্কার বিষয় এই, পাছে সে ঐ নদীতে নষ্ট হইয়। রাজধানীর দ্বারে প্রবেশ করিতে অক্ষম হয়, এবং সে যাত্রা করগের পূৰ্ব্বে ও পরে যে সকল পাপ করিয়াছিল, তাহার বিষয়েও ভাবিত ছিল, এবং ভূত প্রেতের দর্শনদ্বার। তাহার মন উদ্বিগ্ন হইতেছিল, ইহা তাহার কথাদ্বারা এবং অন্যান্য প্রমাণদ্বারা প্রকাশ পাইল । v 2