পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রিকের গতি। দ্বিতীয় ভাগ । - حسامه به انسه ১ অধ্যায়। হে প্রিয় পাঠকগণ, * খ্ৰীষ্টীয়ান নামক যাত্রিক, এবং স্বৰ্গরাজ্যের প্রতি তাহার যে সঙ্কট গমন, তদ্বিষয়ে যে স্বপ্ন অামি পুৰ্ব্বে দেখিয়াছিলাম, তাহ ব্যক্ত করিয়া কহাতে তোমাদের হিত এবং আমারও সন্তোষ জন্মিয়াছিল । এবং • খ্ৰীষ্টীয়ানের সহিত তাহার স্ত্রী ও সন্তানের গমন করিতে কোন মতে সম্মত না হওয়াতে তাহাকে ষে একাকী যাত্রা করিতে হইয়াছিল, ফলতঃ তাহাদের সহিত * ধ্বংস্যনগরে থাকিলে আপনার ধ্বংস অবশ্য ঘটিবে, এই আশঙ্কায় সে নগরে বাস করিতে না পারাতে সে যে তাঙ্গাদিগকে ত্যাগ করিয়া গিয়াছিল, ইহাও তোমাদিগকে তখন জ্ঞাত করিয়াছিলাম । অপর অনেক কাৰ্য্য প্রযুক্ত সেই অঞ্চলে গমন করিতে আমার অবকাশ না থাকাতে “ শ্ৰীষ্টীয়ানের পরিত্যক্ত পরিজনের বিষয় অনুসন্ধান করিয়া বিবরণ করিতে এতাবৎ কাল পর্য্যন্ত আমার ক্ষমতা হয় নাই । পরন্তু অলপ দিবস হইল, কোন কৰ্ম্মোপলক্ষে সে অঞ্চলে যাইবার প্রয়োজন হওয়াতে আমি তথায় পুনৰ্ব্বার গমন করিলাম; তাহাতে তন্নগরের কিঞ্চিৎ দূরে এক অরণ্যমধ্যে রাত্রি যাপন করিয়া নিদ্রা সময়ে পুনৰ্ব্বার স্বপ্ন দেখিলাম । -- ΣΚ