পাতা:যাত্রিকের গতি.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

株、8。 थोरॅीग्नांनीङ्ग मांडूना । করিয়া কম্পমান হইলে নিদ্রাভঙ্গ হইল। পরে পুনৰ্ব্বার নিদ্রা হইলে সে দেখিল, যেন তাহার স্বামী - খ্ৰীষ্টীয়ান আনন্দময় স্থানে অমরগণের মধ্যে দাড়াইয়া মেঘধনুকরূপ মুকুটে ভূষিত সিংহাসনোপবিষ্ট এক ব্যক্তির সমীপে বীণাষন্ত্রে গান করিতেছে । সে আরও দেখিল যেন তাহার স্বামী অবনতমস্তক হইয়া মহারাজের চরণাধঃস্থিত রত্নখচিত প্রস্তরাস্তরণাভিমুখ হইয়া প্ৰণতি করত কহিতেছে, হে আমার প্রভো, হে আমার রাজনৃ, আমাকে যে এ স্থানে আনয়ন করিয়াছেন, এ জন্যে আমি তাবৎ অন্তঃকরণের সহিত আপনকার ধন্যবাদ করি । এই কথা কহিবামাত্র চতুৰ্দ্দিগে দণ্ডায়মান লোকসমূহ উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করত বীণা বাদন করিতে লাগিল; কিন্তু তাহারা কি কহিল, তাহ ঐ * খ্ৰীষ্টীয়ান এবং তাহার সঙ্গিগণ বিনা আর কেহ বুঝিতে পারিল না। পরদিবস প্রাতে খ্ৰীষ্টীয়ানী গাত্ৰোখান পুৰ্ব্বক ঈশ্বরের নিকটে প্রার্থনা করিয়া সন্তানদিগের সহিত কথোপকথন করিতেছিল, ইতোমধ্যে কোন ব্যক্তি আসিয়া দ্বারেতে অতিশয় আঘাত করিলে ঐ স্ত্রী কছিল, আপনি যদি ঈশ্বরের নামে আগমন করিয়া থাকেন, তবে গৃহমধ্যে পদাপর্ণ করুন । তাহাতে সে অামেন বলিয়া দ্বার মোচন করিল, এবং এ গৃহের মঙ্গল হউক, এই কথা কহিয়৷ তাহাৰুে সন্তাষ করিয়৷ জিজ্ঞাসা করিল, হে “ শ্ৰীষ্টীয়ানি, আমি কি নিমিত্তে আসিয়াছি, ইহা কি তুমি জান ? তাহাতে সে সলজ্জা ও কম্পমান হইল, এবং তিনি কোথাহইতে আসিয়া কি সমাচার জানিতেছেন, তাহ জানিতে তাছার মন অতি র্যগ্র হইল । তাহাতে তিনি কহিলেন, আমার নাম • নিগুঢ় ; উৰ্দ্ধবাসিদিগের মধ্যে আমি বসতি করি। আমার বসতিনগরে এমত জনরব হইয়াছে যে