পাতা:যাত্রিকের গতি.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রা করণে করুণার প্রবৃত্তি । 及@> কহিতে পারে, এমন কোন ব্যক্তি যদি অামাকে আশ্বাস দেয়, তবে অামি কোন বাধা না মানিয়া সৰ্ব্বশক্তিমান উপকারকের সাহাষ্যে অতি ক্লেশজনক দীর্ঘ পথেরও শেষ পর্য্যন্ত গমন করিব । • ,

  • খ্ৰীষ্টীয়ানী কছিল, হে প্রিয় • করুণে, তবে তোমার কি কৰ্ত্তব্য, তাহা কহি শুন । ঐ ক্ষুদ্র দ্বার পর্য্যন্ত অামার সহিত চল; সে স্থানে আমি তোমার বিষয়ে আরও বিশেষ জিজ্ঞাসা কৱিৰ। সেখানে যদি তুমি আশ্বাস ন৷ পাও, তবে তোমাকে স্বস্থানে ফিরিয়া যাইতে দিব ; এবং লেই স্থান পৰ্য্যন্ত আমাদিগের সহিত গমন করিয়া স্বামার ও আমার সন্তানদের প্রতি যে উপকার করিবা, তাহার পারিতোষিক ও তোমাকে দিব ।

তখন * করুণ। কহিল, ভাল, আমি যাই, তাহাতে আমার প্রতি যাহা ঘটে ঘটুক, এবং স্বৰ্গীয় প্রভুর অভিমতানুসারে সেই স্থানে আমার সৌভাগ্য হউক । এই বাক্যে “ শ্ৰীষ্টীয়ানীর অন্তঃকরণে অতিশয় আহ্নাদ জন্মিল, কারণ সে এক জন সঙ্গিনী পাইয়াছিল, এবং ঐ দীনহীনাকে পরিত্রাণের চেষ্টাতে প্রবৃত্ত করিয়াছিল অনন্তর তাহার একত্র যাইতে ২ * করুণ রোদন করিতে লাগিল। তাহ দেখিয়া - খ্ৰীষ্টীয়ানী কহিল, ছে ভগিনি, কেন রোদন করিতেছ? -

  • করুণ উত্তর করিল, হায় ২! আমাদের ঐ পাপ পুর্ণ নগরে অবশিষ্ট আমার দীনহীন কুটুম্বদিগের পাপাবস্থা বিবেচনা করিলে কাহার চক্ষে অশ্রুপাত্ত না হয় ? বিশেষতঃ আমার অধিক দুঃখের কারণ এই, যে তাহাদিগকে উপদেশ দিতে কিম্বা ভাবি বিষয়ে তাহাদের চেতনা জন্মাইতে কেহই নাই ।
  • খ্ৰীষ্টীয়ানী কহিল, দয়া করা যাত্রিদের ধৰ্ম্ম। তমি এখন