পাতা:যাত্রিকের গতি.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৈরাশ্যপঙ্ক পার হওন। ২৬১ ২ অধ্যায় । অপর আমার প্রিয় বৃদ্ধ বন্ধু • বুদ্ধিমান মহাশয় এই রূপ আরও বর্ণনা করিয়া কহিলেন, যখন “ শ্ৰীষ্টীয়ানী নৈরাশ্যপঙ্কের সমীপে উপস্থিত হইল, তখন তথায় স্থগিত হইয়। কছিল, এই স্থানে আমার প্রিয় স্বামী পঙ্কে নিমগ্ন হইয়া প্রাণ ছারাইবার সঙ্কটে পড়িয়াছিলেন। অপর সে দেখিল যে ষাত্রিদের সুগমার্থে ঐ স্থান সারাইবার নিমিত্তে রাজা আজ্ঞা করিলেও তাহ পুৰ্ব্বাপেক্ষ আরও মন্দ হইয়াছে । ইহাতে আমি “ বুদ্ধিমান মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, ইহা কি সত্য ? তিনি কছিলেন, হাঁ, অতি যথার্থ, যেহেতুক আমরা রাজপথ নিৰ্ম্মাণার্থে নিযুক্ত রাজভৃত্য, এমত অনেকে ছল করিয়া কহে ; কিন্তু তাহারা প্রস্তরাদি অানয়নদ্বারা পথকে উত্তম না করিয়া বরং নানা প্রকার জঙ্কাল ফেলিয়া অারও কদৰ্য্য করিয়া থাকে। অতএব তথায় - খ্ৰীষ্টীয়ানী ও তাহার সন্তানের দাড়াইয়া রছিল, কিন্তু * করুণ কহিল, আইস, আমরা সাহস করিয়া গমন করি, কিন্তু সাবধানে আসিও । এই কথাতে তাহারা অতি সাবধানে নিক্ষিপ্ত প্রস্তরে পাদক্ষেপ করিয়া টলিতে ২ অতি কষ্টে পার হইল। ফলতঃ * খ্ৰীষ্টীয়ানী দুই এক বার ঐ পঙ্কেতে পতিতাপ্রায় হইল । অপর পার হইবামাত্রই , তাহারা যেন কাহারো এই রূপ বাক্য শ্রবণ করিল, যথা, “ধন্য তুমি যে বিশ্বাস করিলা, যেহেতুক তোমার প্রতি কথিত পরমেশ্বরের বাক্য সিদ্ধ হইবে ।’ . - - অনন্তর তাছার পুনর্বার গমনারম্ভ করিলে “ করুশ * খ্ৰীষ্টীয়ানীকে কহিল, ঐ ক্ষুদ্র দ্বারে প্রেম পুৰ্ব্বক গৃহীত হইবার বিষয়ে তোমার যেমন আশা করিবার যথার্থ