পাতা:যাত্রিকের গতি.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、やや ছাব্লিয় সহিত কথোপকথন । হাদের সহিত অতি প্রিয় বচনে কথা কহিলেন । তাহাতে তাছারা তাহাকে এই নিবেদন করিল, আমাদের পাপের নিমিত্তে আমরা খেদান্বিত আছি, এই জন্যে প্রভুর নিকটে তাহার ক্ষমা যাজ্ঞা করি ; আর ইহার পরে অামাদের কি কৰ্ত্তব্য, তাহাও জানিতে প্রার্থনা করি । তাহাতে তিনি কছিলেন,আমি বাক্যদ্বারা এবং কাৰ্য্যদ্বারা পাপ ক্ষমা করি ; অর্থাৎ বাক্যদ্বারা, কি না ক্ষমার অল্পীকারদ্বারা ; আর কার্য্যদ্বারা, কি না আমার সাধিত ক্ষমাপ্রাপ্তির উপায়দ্বারা । অতএব বাক্যদ্বারা যে ক্ষম হয়, তাহ। আমার ওষ্ঠাধরহইতে চুম্বনের সহিত গ্রহণ কর ; এবং কার্য্যদ্বারা যে ক্ষম হয়, তাহ। পরে প্রকাশিতব্য মতে গ্রহণ করিব । অপর অামি স্বপ্নে দেখিলাম, তিনি তাহাদিগকে অনেকানেক সুবাক্য কহিলে তাহাদের অন্তঃকরণ পরম আহলাদে প্রফুল্ল হইল। পরে তিনি তাহাদিগকে দ্বারোপরিস্থ ছাতে লইয়া গিয়া, যে কাৰ্য্যদ্বারা তাহাদের পরিত্রাণ হয়, তাহ দেখাইয়া দিয়া কহিলেন, ইহার পরে পথ গমন সময়ে তোমরা তাহার দর্শন পুনৰ্ব্বার পাইয়। সাত্বনাযুক্ত হইবা । পরে তিনি তাহাদিগকে নীচস্থ এক সুখকর বৈঠকখানায় রাখিয় কিছু কালের জন্যে প্রস্থান করিলেন ; তাহাতে তাহারা পরস্পর কথোপকথন আরম্ভ করিলে * খ্ৰীষ্টীয়ানী কহিল, আমরা যে এই স্থানে আসিয়া প্রবেশ করিয়াছি, এ জন্যে আমি অতিশয় আনন্দিত হইয়াছি।

  • করুণ কহিল, এ আনন্দের বিষয় বটে; বিশেষতঃ আমারই উল্লাস করা কর্তব্য। - খ্ৰীষ্টীয়ানী কহিল, যখন আমি দ্বারের বাহিরে দাড়াইয়া আঘাত করিলেও কোন উত্তর পাইলাম না, বিশেষতঃ যখন ঐ ভয়ঙ্কর কুক্কর অামাদিগের