পাতা:যাত্রিকের গতি.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為、や協”。 জারির সছিভ কথোপকথন । অাম্বাত না করে? কিন্তু বল দেখি, আমার ব্যগ্রতাতে প্রভু কি ক্রুদ্ধ হইলেন না? তিনি কি কহিলেন ?

  • শ্ৰীষ্টীয়ানী কহিল, তিনি তোমার ধুমধাম শব্দ শুনিয়া অতি অপরূপ হাস্যবদন হইয়া রছিলেন। আমি বুঝি তিনি তাহাতে অতি সন্তুষ্ট ছিলেন ; তিনি অসন্তোষের কোন চিহ্ন দেখাইলেন না। কিন্তু তিনি এমত কুকুর রাখেন, এ বড় আশ্চৰ্য্য। ইহা যদি পুৰ্ব্বে জানিতাম, তবে বুঝি এতদ্রুপ আপদ স্বীকার করিতে আমার সাহস কখন হইত না । যাহা হউক, এই ক্ষণে আমরা প্রবিষ্ট হইয়৷ ভিতরে আশ্রয় পাইয়াছি, ইহাতে আমি পরমানন্দিত আছি ।
  • করুণ কছিল, তুমি যদি বিহিত বোধ কর, তবে দ্বারপাল পুনশ্চ নামিয়া আইলে তাহাকে জিজ্ঞাসা করি, যে আপনি কি নিমিত্তে আপনকার উঠানে এমত কদৰ্য্য কুকুরকে রাখেন ? কিন্তু এ কথাতে তিনি যেন অপরাধ গ্রহণ না করেন । - جير

তাহাতে বালকেরা কহিল, এমত জিজ্ঞাসা করিলে ভাল হইবে। তুমি বরং ঐ কুকুরকে ফঁাশি দিতেও তাহাকে প্রবৃত্তি দেও, নতুবা কি জানি, এ স্থানহইতে গমন কালে সে আমাদিগকে কামড়াইবে । অপর কিয়ৎকাল বিলম্বে দ্বারপাল পুনৰ্ব্বার তাহাদের নিকটে নামিয়া আইলে • করুণ তাহার সমীপে ভূমিষ্ঠা হইয়া আরাধনা করিয়া কহিল, আমি এই ক্ষণে ওষ্ঠস্বার স্তুতিবাদরূপ ষে নৈবেদ্য আপনকার সমক্ষে নিবেদন করি, তাহা অাপনি গ্রাহ্য করুন। - তাহাতে দ্বারপাল * করুণাকে কহিলেন, তোমার শান্তি হউক ; তুমি উঠিয় দাড়াও । কিন্তু সে তক্রপ ভূমিষ্ঠা থাকিয়া কহিল, হে প্রভো, আপনকার সঙ্কিত বিবাদ করিক্তে