পাতা:যাত্রিকের গতি.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ধারকের আগমন । &ዓ� দুই ব্যক্তি পুনঃ ২ আক্রমণ করিলে তাহারা পুনৰ্ব্বার চীৎকার শব্দ করিল । ঐ সময়ে প্রবেশদ্বারহইতে বহু দূর গমন না করাতে তাহাদের চীৎকারধ্বনি সেই স্থানহইতে শুনা গেল, তাহাতে গৃহস্থদের কতক লোক নির্গত হইয়া - খ্ৰীষ্টীয়ানীর শব্দ জ্ঞাত হইয়া তাহার উপকারার্থে দৌড়িয়া আসিয়া দেখিল, ষে স্ত্রীলোকেরা বড় পেচে পড়িয়াছে, এবং বালকের নিকটে দাড়াইয়া ক্ৰন্দন করিতেছে । তাহাতে তাহাদের উদ্ধারার্থে আগত ব্যক্তি ঐ দুরাচারদিগকে ডাকিয়া তর্জন করিয়া কহিল, এ কি কৰ্ম্ম তোমরা করিতেছ? অামার প্রভূর লোকদিগকে তোমরা কি আজ্ঞালংঘন করাইতে চাহ ? ইহা কহিয়া তাহাদিগকে ধরিতে চেষ্টা করিলে তাহার বেড়া লংঘিয়। উক্ত কুকুরের স্বামির উদ্যানেতে পলাইয় গেল, তাহাতে, সেই কুক্কুর তাহ+ দের রক্ষক হইল। পরে ঐ * উদ্ধারক স্ত্রীলোকদের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিল, কেমন? তোমাদের কি কিছু হানি হইয়াছে ? তাহারা উত্তর করিল, আপনকার অধিপতির অনুগ্রহেতে আমরা ভাল আছি, আমাদের কোন ক্ষতি হয় নাই, কেবল ভয় মাত্র পাইয়াছি । আর আপনি যে আসিয়া অামাদের উপকার করিলেন, ইহাতে আমরা আপনকারও অনুগ্রহ স্বীকার করিলাম। আপনি না আইলে আমরা শকুকর্তৃক অবশ্য পরাস্ত হইতাম । - এতক্রপ কথোপকথনানন্তর ঐ * উদ্ধারক তাহাদিগকে কহিল, তোমরা স্ত্রীজাতি, অতি দুৰ্ব্বল, ইহা জানিয়াও দ্বারে অতিথি হওন কালে প্রভূর স্থানে এক পথপ্রদর্শকের নিমিত্তে ষে প্রার্থনা কর নাই, ইহাতে আমার বড় আশ্চৰ্য্য বোধ হইল ; যেহেতুক স্বাঞ্জা করিলে তিনি