পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●* পাপঞ্জনক ফল ও যাকুরের সোপান । ৰেম । অপর * অর্থকারক মহাশয় ঐ পত্র পাইয় তাহার সমস্ত বিবরণ জ্ঞাত হইয়া পত্রবাহককে কহিলেন, জুৰি গিয়া তাছাদিগকে কহ যে আমি তাছাকে পাঠাইয়া দিব । অনন্তর গৃহের পরিজনেরা যখন দেখিল, যে “ খ্ৰীষ্টীয়ানী প্রভৃতি সকলে গমনোদযোগ করিতেছে, তখন তাহারা যে ঐ মত্ত হিতকারি অতিথি পাইয়াছিল, তজ্জন্য আপনাদের রাজার ধন্যবাদ করণার্থে গৃহবাসি তাবৎ লোককে डाकैिग्रा একত্র করিল। পরে ঈশ্বরারাধনা সমাপ্ত হইলে তাহার। - খ্ৰীষ্টীয়ানীকে কহিল, পথে যাইতে ২ ধ্যান করিবার কোন বিষয় আমরা যেমন যাত্রিদিগকে দেখাইয়া থাকি, তেমন তোমাদিগকেও দেখাইতে চাহি । ইহা কহিয় তাহারা - খ্ৰীষ্টীয়ানী ও তাহার সন্তানগণ এবং "করুণাকে এক বিশেষ কুঠরীতে লইয়া গিয়া ষে প্রকার ফল * ছত্ৰা ভক্ষণ করিয়া অাপন্ন স্বামিকে দিয়াছিল, এবং যম্ভক্ষণ হেতু তাহারা উভয়ে এদনস্থ উদ্যানহইতে বহিস্কৃত হইয়াছিল, তাহার এক ফল দেখাইয়। জিজ্ঞাসা করিল, এ কি ফল, তোমরা জান ? তাছাত্তে * খ্ৰীষ্টীয়ানী কহিল, এ ভক্ষ্য দ্রব্য কি বিষ, তাহ বলিতে পারি না । পরে তাহারা সে বিষয় তাহাকে ব্যক্ত করিয়া কহিলে লে হস্ত বিস্তলর পুৰ্ব্বক আশ্চৰ্য্য বোধ করিল। স্তদনন্তৱ তাহারা তাছাদিগকে অন্য এক স্থানে লইয়। যাইয়া - যাকুবের সোপান দেখাইল। তৎকালে তাহ দিয়া কোন ২ স্বর্গদূত আরোহণ করিতেছিল। তাহাতে শ্ৰীষ্টায়ানী দূতগণের উৰ্দ্ধগমন দেখিতে উপরে একদৃষ্টে চাহিয় রকিল, এবং তাছার সঙ্গিরাও তদ্রুপ দৃষ্টি করিতে লাগিল । পরে তাহাদিগকে আরও কোন বিষয় দেখাইবার নিমিত্তে অন্য স্থানে লইয়া যাইতে উদ্যত হইলে * যাকুৰ আপন মাতাকে - রুছিল, হে স্নাতঃ, এ অতি চমৎকার