বিষয়বস্তুতে চলুন

পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদা হস্তের সহিত যুদ্ধ । ○8為 হস্তাদের হস্তহইতে রক্ষা পাইল। এ স্থানে কত লোক হত হয়, তাহা বলা কঠিন ; তথাপি অনেক লোক এমত দুঃসাহসী, ষে যাত্রা করণ অতি সহজ জ্ঞান করিয়া পথপ্রদর্শক ব্যতিরেকে যাত্রায় প্রবৃত্ত হয়। হায় ! * খ্ৰীষ্টীয়ান যে এ স্থানহইতে রক্ষা পাইয়াছিল, এ অতি আশ্চর্য্য । সে ঈশ্বরের প্রিয়পাত্র এবং স্বভাবতঃ স্থিরচিত্ত ছিল ; তাছা না হইলে সে কখন এ পথ পার হইতে পারিত না । ইতোমধ্যে তাহারা পথের প্রান্তভাগের নিকটবর্তী হইতে লাগিল। পরে - খ্ৰীষ্টীয়ান এই পথ দিয়া গমন কালে যে গহবর দেখিয়াছিল, সেই গছরহইতে * গদাহস্ত নামে এক বৃহৎকায় নির্গত হইল। সে পূৰ্ব্বে যুবা যাত্রিদিগকে মিথ্যাতকদ্বারা প্রতারণা করিয়া ভ্ৰষ্ট করিত । অতএব সে তখন * মহোৎসাহকে ডাকিয়া কহিল, ওরে, এই রূপ কাৰ্য্য করিতে তোকে কত বার নিষেধ করা গিয়াছে ! * মহোৎসাহ কহিল, কি কাৰ্য্য ? তাহাতে সে কহিল, কি কাৰ্য্য ! তাহা কি জানিস না ! কিন্তু এ বার অামি তোর ব্যবসায়ের শেষ করিব । পরে ° মহোৎসাহ কহিল, নিবেদন করি, হঠাৎ যুদ্ধ ন করিয়া আইস আমরা বিবেচনা করিয়া দেখি, কি জন্যে যুদ্ধ করি। ইতিমধ্যে স্ত্রীলোকেরা ও বালকের নিরুপায় হইয়া কম্পিত কলেবরে দাড়াইয়া রহিল। পরে ঐ বৃহৎকায় কহিল, তুই চোর, বরং সকল চোরের অধম। এ দেশে কত উৎপাত করিয়া থাকিস ! * মহোৎসাহ উত্তর করিল, এমন ঘোর ঘারে কেন বলিতেছ ? বিশেষ করিয়া কহ। বৃহৎকায় কহিল, তুই মনুষ্যচোর, স্ত্রীলোক ও বালকদিগকে ধরিয়া বিদেশে লইয়া যাওয়া তোর ব্যবসায়, ইহাতে তুই আমার রাজার রাজত্ব ক্ষয় করিতেছিস । 2 и