পাতা:যাত্রিকের গতি.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○* ネ প্রবাসগৃহে উপস্থিত হওম । পরে তথায় পহছিলে তাহারা প্রবাসগৃহের দ্বারে অাঘাত না করিয়া পথিকদের রীতানুসারে একেবারে ভিতরে প্রবিষ্ট হইয় গৃহপতিকে ডাকাইল । তাহাতে সে উপস্থিত হইলে তাঙ্কারা জিজ্ঞাসা করিল, অদ্য রাত্রিতে আমরা এ স্থানে প্রবাস করিতে পারি কি না ?

  • গায় নাম ঐ গৃহপতি কহিল, হুঁ, আপনার যদি সল্পোক হন, তবে থাকিতে পারেন, আমার গৃহ কেবল যাত্রিদের নিমিত্তেই হইয়াছে। যাত্রিদের প্রতি গৃহপতির এরূপ প্রেম দেখিয়া - খ্ৰীষ্টীয়ানী ও * করুণা ও বালকগণ অতিশয় আহল্লাদিত হইল। পরে তাহারা শয়নাগার প্রার্থনা করিলে সে - খ্ৰীষ্টীয়ানী ও * করুণ ও বালকদের নিমিত্তে এক কুঠরী, এবং ° মহোৎসাহ ও বৃদ্ধ - সরলাত্মার জন্যে অপর এক কুঠরী দেখাইয়া দিল ।

পরে * মহোৎসাহ জিজ্ঞাসিল, হে বন্ধে * গায়, অামার এই ষাত্রির অদ্য অনেক পথ পৰ্য্যটন করিয়া অত্যন্ত পরিশ্রাস্ত হইয়াছে; অতএব অামাদিগকে কি ২ খাদ্য দ্রব্য দিতে পার ?

  • গায় কহিল, বেলা অবসান হইয়াছে; এ সময়ে অামরা খাদ্যের অন্বেষণে বাহিরে যাইতে পারি না । কিন্তু ঘরে যাহা অাছে, তাহাতে যদি আপনারা সন্তুষ্ট হন, তবে তাহা দিতে পারি।
  • মহোৎসাহ কহিল,তোমার যাহা অাছে,আমরা তাহাতেই সস্তুষ্ট হইব ; তোমার গৃহে প্রয়োজনীয় দ্রব্যের অভাব কখন হয় না,ইহা অামি বিলক্ষণ পরীক্ষা করিয়া দেখিয়াছি । পরে * গায় * উত্তমাস্বাদক নামা পাচকের নিকটে যাইয়া যাত্রিদের সংখ্যানুসারে খাদ্য প্রস্তুত করিতে আজ্ঞা দিয়া তাহাদের নিকটে পুনৰ্ব্বার আসিয়া কহিল, ছে প্রিয় বন্ধুগণ, তোমাদের আগমনের, বিশেষতঃ তোমাদের