পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গায়ের নিকট হইত্তে বিদায় হওন । ○bア為

  • মহোৎসাহ কহিল, হে প্রিয়, তুমি ভ্রাতৃগণের প্রতি, বিশেষতঃ বিদেশি ভ্রাতাদিগের প্রতি যাহা করিয়া খাক, তাহা বিশ্বাসি লোকের যোগ্য । তাহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছে। ভূমি যদি ঈশ্বরের যোগ্যরূপে যাত্রিদিগকে প্রস্থাপন কর, তবে উত্তম কাৰ্য্য করিবা ।

তখন * গায় * ক্ষীণমনাকে পথে পান করিবার নিমিত্তে কিঞ্চিৎ পানীয় দ্রব্য প্রদান পুৰ্ব্বক বিশেষ প্রেম প্রকাশ করিয়া আপন কন্যা ও জামাতাকে চুম্বনাদি করিয়া সকলকে বিদায় করিল। ১ ২ অধ্যায় । অনন্তর যাত্রিদের দ্বারহইতে বহির্গত হইবার সময়ে * ক্ষীণমনা বিলম্ব করণের লক্ষণ দেখাইলে * মহোৎসাহ কহিল, হে • ক্ষীণমন, তুমি আমাদের সঙ্গে আইস ; আমি তোমারও পথপ্রদর্শক হইব ; তুমি ইহাদের সমানাংশী হইবা । তাহা শুনিয়া • ক্ষীণমনা কহিল, হায় ২ ! উপযুক্ত সঙ্গী ন। পাইলে আমি চলিতে পারিব না। আপনারা সকলেই যুব ও বলবান, কিন্তু আমি অতি বলহীন, ইহা আপনার দেখিতেছেন ; অতএব আমার পীড়াদি প্রযুক্ত পাছে আমি আপনকাদের ভারস্বরূপ হই, এই হেতুক পশ্চাৎ ২ গমন করিতে চাহি । আমার মন অতি ক্ষীণ ; অন্য লোকেরা যাহা অনায়াসে সহ করিতে পারে, তাহা অামার পক্ষে অসহতর হইয়া অামাকে আরও ক্ষীণ করে। দেখ, অামি হাস্য শুনিতে ভাল বাসি না, ও বিচিত্র পরিচ্ছদ দেখিতে পারি না, এবং নিস্ফল প্রেশ্নেও আমার শ্রবণেচ্ছা 2 ц. З