পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রার প্রতি অবিশ্বাসিদের আপত্তি । o : ዓ

  • মহোৎসাহ জিজ্ঞাসিল, তোমার উৎসাহভঙ্গের নিমিত্তে তাহারা আর কি কিছু কহিয়াছিল ?
  • সত্যবীর উত্তর করিল, হা, তাহারা কহিয়াছিল, * সভয় নামে এক যাত্রী ঐ পথের মধ্যে এমত কাতর ছিল, যে এক দণ্ডমাত্রও তাহার মনঃশান্তি হয় নাই । এবং * নিরাশ নামে অন্য এক জন সেই পথে প্রায় ক্ষুধায় মরিয়াছিল। এতদ্ভিন্ন তাহাদের আর একটা কথা আমার মনে হইতেছে, ফলতঃ তাহারা বলিয়াছিল, ষে * খ্ৰীষ্টীয়ানের জনরব সৰ্ব্বত্র ব্যাপ্ত হইয়াছে, সে স্বৰ্গীয় মুকুট প্রাপণার্থে প্রাণপণ করিয়া চেষ্টা করিলে পরে শেষে *কাল নদীতে মগ্ন হইয়া প্রাণ ত্যাগ করিয়াছে, সুতরাং তাহার পরপারে এক পদ মাত্রও অগ্রগামী হইতে সমর্থ কয় নাই ; কিন্তু এ কথা তাহার বন্ধুগণ ছাপিয়া রাখিয়াছে।
  • মহোৎসাহ কহিল, এই সকল কথাতে তুমি কি নিরুৎসাহ হইলা না ?
  • সত্যবীর কলিল, না, আমি তাহা তৃণ জ্ঞান করিলাম ।
  • মহোৎসাহ বলিল, এ কেমন ? * সত্যবীর বলিল, ঐ * সত্যবাকের কথাতে আমার অটল বিশ্বাস থাকাতে আমি সেই সকল আপত্তিহইতে উত্তীর্ণ হইলাম।
  • মহোৎসাহ কহিল, তবে তোমার বিশ্বাসই তোমাকে সৰ্ব্বজয়ী করিয়াছে ।
  • সত্যবীর বলিল, যথার্থ কছিল । বিশ্বাস করাতে আমি গৃহহইতে প্রস্থান পুৰ্ব্বক এই পথের পথিক হইয় প্রতিরোধি সকলকে পরাস্ত কল্পিয় বিশ্বাসের গুণে এত দূৰ পৰ্য্যন্ত মাসিয়া পহুছিয়াছি। -