পাতা:যাত্রিকের গতি.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অটলচরণের সহিত সাক্ষাৎ হওন। 8 වීථි. কণশ কিঞ্চিৎ নিৰ্ম্মল হইল। ফলতঃ তখন * মোহভূৰি উত্তীর্ণ না হইলেওঁ তাহারা গন্তব্য পথ ও সহযাত্রি সকলকে দেখিতে পাইল । , পরে ঐ ভূমির প্রাপ্তভাগের নিকটবর্তী হইলে তাহার কিঞ্চিৎ আগ্রে অতি ভাবনাযুক্ত কোন ব্যক্তির অতি গভীর শব্দ শুনিতে পাইল । পরে কিঞ্চিৎ আগ্ৰে গিয়া সম্মুখে চাহিয়া দেখিল, এক মনুষ্য হাটু গাড়িয়া উৰ্দ্ধহস্ত ও উৰ্দ্ধদৃষ্টি হইয় যেন উৰ্দ্ধে স্থিত কোন ব্যক্তির সহিত একান্ত মনে কথা কহিতেছে ; কিন্তু নিকটবৰ্ত্তী হইলেও তাহার। তাহার কথা নিশ্চয় করিতে পারিল না। অপর যাবৎ তাহার কথ। সমাপ্ত না হয়, তাৰৎ নিঃশব্দে গমন করিল। পরে সে ব্যক্তি কথা সমাপন করিয়া উঠিয়া স্বৰ্গপুরের দিকে অতি বেগে গমন করিতে লাগিল। তাহাতে * মহোৎসাহ উচ্চৈঃস্বরে ডাকিয়া কহিল, ওঙ্গে বন্ধো, বোধ হয়, তুমি স্বৰ্গপুরে যাত্রা করিতেছ। যদি এমত হয়, তবে আমাদের সঙ্গী হও । ইহা শুনিয়া সে ব্যক্তি দাড়াইলে তাহার। যাইয়। তাঙ্কার সঙ্গে মিলিল । তখন • সরলাত্মা তাহার মুখ দেখিবামাত্র কহিল, ইহাকে আমি চিনি ।

  • সত্যবীর ক্ষহিল, ইহঁাকে চিন ! ইনি কে ?

• সরলাত্মা উত্তর করিল, ইনি আমার জন্মভূমির নিকটবর্তি স্থানের লোক ; ইহঁার নাম * অটলচরণ ; ইনি এক জন প্রকৃত যাত্রী। - , এই প্রকারে তাছারা একত্র ছইলে পর * অটলচরণ বৃদ্ধ • সরলাম্মাকে সম্বোধন করিয়া কছিল, হে পিতঃ, আপনিও যে এখানে আছেন ! সে উত্তর দিল, হুঁ, তুমি তাহা চাকুষ দেখিতেছ। তখন “ আটলচরণ কহিল, এই পথে তোমার সাক্ষাৎ পাওয়াতে আমি পরম সন্তুষ্ট হই 2 P