পাতা:যাত্রিকের গতি.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুস্থের সমাপ্তি । 8 & 9 ংগ্ৰহ করিয়া রাখিতাম । তিনি অামার অবলম্বন হওয়াতে আমি নিজ দোষহইতে রক্ষা পাইয়াছি । তিনি আপন পথে গমনার্থে আমার চরণ সবল করিয়াছেন। এই প্রকার কথা কহন কালে * অটলচরণের মুখের আকৃতি অন্যথা হইল, এবং তাছার পরাক্রমি স্তম্ভদ্বয় নত হইল। তাহাতে সে, “ আপনকার নিকটে যাইতেছি, অামাকে গ্রহণ করুন,” এই কথা কহিয়া তীরস্থ লোকদের দৃষ্টিহইতে অন্তহিত হইল । পরস্তু যাত্ৰিগণের একে ২ উদ্ধ গমন ও সুন্দর দ্বার দিয়া স্বৰ্গপুরে প্রবেশ করণ কালে তাহীদের সহিত সাক্ষাৎ করণার্থে আগত অশ্বরথ এবং তুরী ও বংশীধারি ও বীণাবাদক প্রভূতি বাদাকর ও গায়কগণেতে পরিপূর্ণ আকাশপথের তেজে দশনকারি জনগণের মন বিস্ময়াপন্ন ও সুখেতে মগ্ন হইল। তৎপরে আমি আর কিছু কাল তথায় অবস্থিতি করিয়াছিলাম, কিন্তু সেই তাবৎ কালের মধ্যে - খ্ৰীষ্টীয়ানীর পরিজন, অর্থাৎ চারি পুত্র ও পুত্ৰবধু ও তাহাদের সন্তানগণ, নদীর ওপারে গমন করে নাই। বরঞ্চ তাহারা এ পর্য্যন্ত জীবদ্দশায় অাছে, এবং তাহাদের বাসস্থানের মণ্ডলী যেন বৃদ্ধি পায়, এ জন্য তথায় আর কিছু দিন থাকিবে, ইহা অামি অলপ দিন হইল এক জনের কাছে শুনিয়াছি । প্রয়োজন বশতঃ যদি আমাকে পুনৰ্ব্বার সেই অঞ্চলে যাইতে হয়, তবে কেহ তাহীদের শেষ বৃত্তান্ত শুনিতে ইচ্ছা করিলে কহিতে পারিব। সম্প্রতি পাঠক মহাশয়গণের নিকট হইতে বিদায় হইলাম। দ্বিতীয় ভাগ সমাপ্ত ।