পাতা:যাত্রিকের গতি.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

编及 cलौइनि-छप्ङ्ग यझ धबूषा । • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, এখন কি প্রকার লোক হইয়াছ ? তাহাতে সে কহিল, আমি ভরসাহীন মনুষ্য হইয়াছি; আমাকে যেমন এই পিঙ্করমধ্যে বদ্ধ দেখিতেছ, তেমনি নৈরাশ্যেতেও বদ্ধ আছি, বাহির হইতে পারি না ; তাহ। সম্প্রতি আমার অসাধ্য। *

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তুমি এমন দশাতে কি রূপে পড়িলা ?

তাহাতে সে কহিতে লাগিল, হে মহাশয়, আমি প্রাখন করা এবং চৌকি দেওয়া এ উভয়ই পরিত্যাগ করিয়৷ কামাদি কুইচ্ছার দমনে শিথিল হইয়াছিলাম। আমি ঈশ্বরীয় বাক্যরূপ দীপ্তির বিরুদ্ধে এবং ঈশ্বরের দয়ার বিপস্ত্রীতে পাপ করিয়াছি। আর পবিত্র আত্মাকে দুঃখিত করাতে তিনি জামাকে ত্যাগ করিয়াছেন,এবং শয়তানের সহিত প্রণয় করাতে তাহাকে সঙ্গী করিয়াছি। অারে। ঈশ্বরকে ক্রোধান্বিত করাতে তিনিও, আমাকে পরিত্যাগ করিয়াছেন ; আমি নিজ মনকে এমন কঠিন করিয়াছি,যে তাহার প্রতি মনঃপরিবর্তন করা আমার অসাধ্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান * অর্থকারককে জিজ্ঞাস। করিল, হে মহাশয়, এ প্রকার লোকের কি আর কোন উপায় নাই ।

  • অৰ্থকারক কহিলেন, উহাকেই জিজ্ঞাসা কর। তখন “ শ্ৰীষ্টীয়ান তাহাকে জিজ্ঞাসিল, ত্যুেমার কি এখন আর কোন ভরসা নাই ? চিরকালই এই আশাস্বজ্জিত লৌহপি করে থাকিতে হইৰে ?

তাহাতে সে কহিল, আমার মায় কিছুই উপায় নাই। "শ্ৰীষ্টীয়ান কৰিল, কেন ? যিনি মুক্তিদাতা তিনি তে৷ *ब्रम मग्नांमग्न ? -