পাতা:যাত্রিকের গতি.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●● আপলুয়োনের সহিত সাক্ষাৎ । প্রথমে ইহার কিছু স্থির করিতে পারিল না। শেষে এই স্থির করিল, যদি পৃষ্ঠ ফিরাইয়া চলিয়া যাই, তবে পৃষ্ঠে কোন সজ্জা না থাকাতে সে অনায়াসে বাণ ক্ষেপণ করিয়া আমার পৃষ্ঠ বিদ্ধ করিবে। ইহা বিবেচনা করিয়৷ প্রতিরোধ করিতে স্থির করিল ; কেননা সে ভাবিল, অন্য সকল বাঞ্ছিত বিষয় থাকুক, আমার প্রাণরক্ষারই নিমিত্তে প্রতিরোধ করা আবশ্যক। অতএব * গ্ৰীষ্টীয়ান ক্রমে ২ অগ্রসর হওয়াতে অপ ক্ষণের মধ্যেই ঐ অসুর নিকটবর্তী হইল। তাছাকে দেখিতে অতি দুৰ্জ্জয়াকার প্রকাণ্ড শরীর এবং সৰ্ব্বাঙ্গে মৎস্যের ন্যায় আঁইযেতে পরিপূর্ণ, ঐ আঁইষ তাহার অহঙ্কারের বিষয় ছিল, এবং সে নাগের ন্যায় পাখাবিশিষ্ট, ও ভলুকের ন্যায় তাহার হস্ত পাদাদি, এবং তাহার উদরহইতে অগ্নিশিখা ও ধুম নির্গত হইত, এবং তাহার মুখ সিংহের ন্যায় ছিল। অতএব সে এই প্রকার ভয়ানক মূৰ্ত্তিতে * খ্ৰীষ্টীয়ানের নিকটে আসিয়া ভয়ঙ্কর দৃষ্টিপুৰ্ব্বক তুচ্ছজ্ঞানে তাহাকে কহিতে লাগিল, তুই কোথাহইতে আসিয়াছিস্, এবং কোথায় যাইবি ? তাহাতে খ্ৰীষ্টীয়ান উত্তর দিল, যে স্থানে সকল অমজল বাস করে, সেই * ধ্বংস্য নগরহইতে অামি আসিয়াছি, এবং * সিয়োন নামক পৰ্ব্বতে যাইব ।

  • আপলুয়োন কছিল, ই২ তোর কথাদ্বারা জানিলাম তুই আমার প্রজ, কেননা সে সমস্ত দেশ অামার, আমি তাহার একাধিপতি ; তুই কি জন্যে রাজার দেশহইতে পলাইয়। আসিয়াছিস্ ; তুই ইহার পরেও আমার সেবা করিবি, এমন ভরস। যদি না থাকিত, তবে এক চপেটাস্বতেই তোকে মারিয়া ফেলিতাম।

জুহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, আমি তোমার অধিকারের 盛” -