পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিীয় লোকদিগের বৃত্তান্ত সক্ষেপ সংগৃহ । দ্বিতীয় পুস্তক । حدهمس প্রথম অধ্যায় । গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ১৪৫১ বৎসরাবধি ১৪২৬ বৎসর পর্য্যন্ত । যিহোসুয় কর্তৃক কৈনান দেশের আক্রমণ । পরমেশ্বরের সেবক মূসার মৃত্যুর পরে পরমেশ্বর নুনের পুত্র য়িহোসূয় নামে মূসার সেবককে কহিলেন, আমার সেবক মূসা মরিল, এখন তুমি উমিয়া এই সমস্ত লোকের সহিত এই ঘদন নদী পার হইয়া তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল বণশকে যে দেশ দিব, তাহাতে যাত্রা কর, যে প্রত্যেক স্থানে তুমি পাদাপর্ণ করিব সেই সকল স্থান আমি মূসার প্রতি আপন বাক্যানুসারে তোমাকে দিব, তাহাতে প্রান্তর অবধি এই লিবানোন পৰ্য্যন্ত এবণ মহানদী (অর্থাৎ) ফরাৎ নদী অবধি সূৰ্য্যাস্ত স্থানের দিগে মহাসমুদ্র পর্যন্ত ছিত্তীয়দের তাবদেশ তোমাদের সীম৷ ইইবে, এব০ তোমার যাবজীবন তোমার সম্মুখে দাড়াইতে কেহ শক্তি পাইবে ন। আমি যেমন মুসার সহিত ছিলাম, তদ্রুপ তোমার L 3