পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y } (t পরাক্রম শ্রবণে আমাদের ভয় উপস্থিত হইল, ও তোমাদের জন্যে এই দেশ নিবালিলোকের উদ্বিগ্ন হইল, তাহা অামি জানি, কেননা মিসরদেশ হইতে । তোমাদের বহিরাগমনসময়ে পরমেশ্বর তোমাদের সমুথে কি প্রকারে লুফ সমুদ্রের জল শুদ্ধ করিলেন, এবণ তোমরা যদন নদীর পারস্থিত সিহোন ও ওগনামক ইমরীয়দের দুই রাজার প্রতি কেমন ব্যবহার করিয়া তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলা তাহণ আমরা শুনিলাম, এব^ শুনিবা মাত্র আমাদের হৃদয় ব্যাকুল হইল, তোমাদের জন্যে কাহারো মনে সাহসের উদয় হয় না, কেননা তোমাদের প্রভু পরমেশ্বর তিনি উপরিস্থিত স্বর্গে ও অধস্থ পৃথিবীতে প্রভূ হন, অতএব এখন তোমাদের কাছে এক প্রার্থনা করি, আমি তোমাদের প্রতি অনুগ্রহ করিলাম, এই প্রযুক্ত তোমরা আমার পিতার বাটীর প্রতি অনুগ্রহ করিয়া পরমেশ্বরের নাম লইয়। এই দিব্য কর, তাহাতে তাহার সেই রূপ করিল। পরে ঐ স্ত্রী নগরের প্রাচীরোপুরি নামাইয়া দিলে, তাহারা বিহোসুয়ের নিকটে গিয়৷ কহিল, পরমেশ্বর এই সমস্ত দেশ আমাদের হস্তে সমপর্ণ করিলেন ইহা সত্যু, কেননা ইহার তাবদেশীয় লোক আমাদের কারণ উদ্বিগ্ন আছে। অনন্তর যিহোসূয় প্রত্যুর্ষে উঠিয়া লোকদিগকে এই আজ্ঞ দিল, পরমেশ্বরের নিয়মসিন্দুককে যাজকের যদননদীতীরে লইয়া যাইতেছে, তাহার পশ্চাদামী